রাচিন রবীন্দ্র এখন নতুন ‘Mr. ICC’ হয়ে উঠেছেন। আবারও শতরান করলেন তিনি। এর ফলে আইসিসি টুর্নামেন্টে পাঁচটি শতরান করে ফেলেছেন তিনি। এরই সঙ্গে কালিসকে টোপকে শচিনের পিছনে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। এদিনের শতরান করার পরে একাধিক রেকর্ড গড়েছেন রাচিন রবীন্দ্র।
নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে। ম্যাচটি ৫ মার্চ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।ওপেনিংয়ে নামে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। উইল ইয়ং দ্রুত আউট হলেও, নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ইনিংস উপহার দেন রাচিন রবীন্দ্র। অসাধারণ ব্যাটিং করে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন।
প্রসঙ্গত, এটি ছিল রাচিন রবীন্দ্রের ওয়ানডে কেরিয়ারের পঞ্চম শতক এবং চমকপ্রদ বিষয় হল—তার সবক`টি সেঞ্চুরি আইসিসি টুর্নামেন্টে করেছেন কিউয়ি তারকা। এটা অবশ্য নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ। তিনি ২০১৩ সালের পর প্রথম ব্যাটসম্যান, যিনি এক আসরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতক করলেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন শিখর ধাওয়ান।
রবীন্দ্র ১০১ বলে ১০৮ রান করেন এবং তার দুর্দান্ত ফর্ম বজায় রাখেন। এই সময়ে তিনি ১৩টি চার ও একটি ছক্কা মারেন। তার ইনিংসের ফলে নিউজিল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত শুরু করে। ফাইনালে জায়গার জন্য লড়ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে। রোহিতের দল ইতিমধ্যে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।
দক্ষিণ আফ্রিকা আগের ম্যাচগুলোতে অপরাজিত থেকে সেমিফাইনালে প্রবেশ করেছিল, অন্যদিকে নিউজিল্যান্ড তিন ম্যাচের মধ্যে একটি হেরেছে। উভয় দলই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার জন্য নিজেদের সেরাটা দিতে মরিয়া।
দেখে নিন রাচিন রবীন্দ্র কী কী রেকর্ড করেছেন-
২৫ বছর বয়সি রাচিন রবীন্দ্রের পাঁচটি ওয়ানডে সেঞ্চুরি করেছেন এবং সবকটি আইসিসি টুর্নামেন্টে করেছেন-
১) এই টুর্নামেন্টে এটি রাচিন রবীন্দ্রের দ্বিতীয় শতক
২) আইসিসি টুর্নামেন্টে ৫টি শতক—নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ
৩) আইসিসি ওয়ানডে টুর্নামেন্টে পাঁচ শতক করা ব্যাটসম্যানদের তালিকায় যুক্ত হলেন রাচিন রবীন্দ্র। এই তালিকায় রয়েছেন জো রুট, ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান ও হার্ষেল গিবস।
৪) শচিন টেন্ডুলকারের পরেই জায়গা করে নিয়েছেন রাচিন রবীন্দ্র। এই বাঁহাতি ব্যাটসম্যান এখন বিশ্বের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার।
আইসিসি টুর্নামেন্টে ৫০+ রান করা ক্রিকেটারের তালিকা
*) শচিন টেন্ডুলকার - ১৬ ইনিংসে ৯টি (৫০+) রান
*) রাচিন রবীন্দ্র - ১৩ ইনিংসে ৭টি (৫০+) রান
*) জ্যাক কালিস - ১৭ ইনিংসে ৬টি (৫০+) রান
*) উপুল থারাঙ্গা - ১৭ ইনিংসে ৬টি (৫০+) রান
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :