চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশিত পারফর্ম্যান্স না করায় সমালোচনার মুখে পড়েছিলেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়ে চলছিল নানা আলোচনা। এসব গুঞ্জনের মাঝেই বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশফিক।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে করেছিলেন গোল্ডেন ডাক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫ বলে ২ রান। দলের ব্যাটিং ব্যর্থতার সময়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে চাহিদা মাফিক ব্যাটিং করতে পারেননি তিনি। যে কারণে দর্শকদের থেকেও শুনতে হচ্ছিল তীব্র সমালোচনা। তবে সেই সমালোচনা দীর্ঘায়ত করতে দিলেন না স্বয়ং মুশফিকই। আজ থেকে তাকে ওয়ানডে ক্রিকেটের অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করতে বলেছেন তিনি নিজেই।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মুশফিক অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আজ আমি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে। তবে এ কথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।’
মুশফিক আরও লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য। আল্লাহ কুরআনে বলেছেন: ‘‘তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন।’’ (সুরা আল ইমরান, ৩:২৬)। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ঈমান দান করুন। সবশেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি।’
একুশে সংবাদ/ঢ.প/এনএস
আপনার মতামত লিখুন :