AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১০ জনের দল নিয়েও বার্সেলোনার জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪৭ এএম, ৬ মার্চ, ২০২৫
১০ জনের দল নিয়েও বার্সেলোনার জয়

লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। লিগে শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বও দ্বিতীয় হয়ে শেষ করেছে। ফলে সরাসরি শেষ ষোলো খেলার সুযোগ হয় হ্যান্সি ফ্লিকের দলের। আর শেষ ষোলোর প্রথম লেগেও জয় দিয়েই শুরু করল পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাধারীরা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে ১০ জনের বার্সেলোনা। ম্যাচের ২২ মিনিটে বার্সার তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় বিপদে পড়ে কাতালানরা। ওই ধাক্কা সামলে রাফিনহার গোলে বেনফিকার মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

ম্যাচের ৬১ মিনিটে বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা জয়সূচক গোলটি করেন। বেনফিকা অবশ্য বার্সার বিপক্ষে ঘরের মাঠের সুযোগ নিতে আক্রমণাত্মক খেলা খেলেছে। বার্সা ১০ জনে পরিণত হওয়ায় গোল করতে মরিয়া ছিল তারা। কিন্তু ২৬টি শট নিয়েও জালের দেখা পায়নি পর্তুগিজ ক্লাবটি।

রাতের অন্য ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নের পাওয়া ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। অন্য গোলটি এসেছে জামাল মুসিয়ালার পা থেকে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!