AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুশফিকের বিদায় নিয়ে মাশরাফির পোস্ট


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:২২ এএম, ৬ মার্চ, ২০২৫
মুশফিকের বিদায় নিয়ে মাশরাফির পোস্ট

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচের মধ্যে মাঠে গড়িয়েছে ২ ম্যাচ। তাতে প্রতিপক্ষকে ন্যূনতম চ্যালেঞ্জ দিতে ব্যর্থ হয়েছেন ক্রিকেটাররা। হার দুই ম্যাচেই। এই ব্যর্থতার পর দলের সিনিয়র দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল প্রতিনিয়ত।

সেই সমালোচনাকেই যেন আর বাড়তে দিলেন না মুশফিক।গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিদায় নিলেন ওয়ানডে থেকেও।ফেসবুক স্ট্যাটাসে জানালেন অবসরের কথা। এদিকে মুশফিকের অবসরের খবরে দেশের ক্রিকেটারদের অনেকেই হয়েছেন আবেগতাড়িত এবং স্মৃতিকাতর। তাদেরই একজন মাশরাফি বিন মর্তুজা।  

মুশফিকের অবসরের ঘোষণায় আবেগে ভেসেছেন মাশরাফি বিন মর্তুজা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!’

মুশফিকের পরিশ্রমের কথা উল্লেখ করে সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।’

মুশফিক এখন কেবলই টেস্ট ক্রিকেটার। মাশরাফি তাকে শুভকামনা জানান সেই ফরম্যাটের জন্য, ‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও…’


একুশে সংবাদ/ এস কে

Link copied!