AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওযু করা ছাড়া ব্যাট-বল স্পর্শ করত না, মুশফিককে নিয়ে তার স্ত্রী


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:৫৫ পিএম, ৬ মার্চ, ২০২৫
ওযু করা ছাড়া ব্যাট-বল স্পর্শ করত না, মুশফিককে নিয়ে তার স্ত্রী

মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম ছিল গুরুত্বপূর্ণ। এতো কিছুর পরেও ওয়েন্ডে ক্রিকেট থেকে বিদায় নিলেন মুশফিক। এই ক্রিকেটার বুধবার (৫ মার্চ) রাতে  ফেসবুকে এই ঘোষণা দেন। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও তিনি অবসর নেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিং ব্যর্থতার পর তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা তীব্র হয়ে ওঠে, যা তার অবসরের সিদ্ধান্তে প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে। ওয়ানডে ক্রিকেটে মুশফিক খেলেছেন ২৭৪টি ম্যাচ, যেখানে তার রান ছাড়িয়েছে ৭ হাজারের বেশি। তার এই দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের অবসরে তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি আবেগঘন পোস্টের মাধ্যমে তার সমর্থন ও ভালোবাসা জানিয়েছেন। নানা সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের পাশে দাঁড়ানো মন্ডি, এবার তার ওয়ানডে বিদায়ে অনেক অজানা অনুভূতি প্রকাশ করেছেন।

জান্নাতুল কেফায়াত মন্ডি বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে দেয়া ফেসবুক পোস্টে বলেন, আলহামদুলিল্লাহ, অত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওডিআই ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয়তম। তোমার একটি দারুণ ওডিআই ক্যারিয়ার ছিল, আলহামদুলিল্লাহ।

Mushfiq to miss India match due to family priorities

মুশফিকুর রহিমের পরিশ্রমের প্রসঙ্গ টেনে তার স্ত্রী আরও বলেন, নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি। তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ।  এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওজু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।

পরিবারের প্রসঙ্গে টেনে তিনি আরও লেখেন, তুমি আমাদের পরিবারকে খুব ভালোবাসো।আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ বানাক।

তিনি আরও লিখেছেন, আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল, ইনশাআল্লাহ তোমার জন্য নতুন একটা উজ্জ্বল অধ্যায় অপেক্ষা করছে!  তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ট, পৃথিবী নেতিবাচকতা নিয়ে যা খুশি বলুক...পরিশেষে আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।


একুশে সংবাদ/ এস কে

Link copied!