ভারতীয় দল পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পরিবর্তে আইসিসি হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং ভারতের সব ম্যাচই দুবাইতে দিয়ে দিয়েছে। এরপর থেকেই পাকিস্তানি ক্রিকেটমহলের একাংশ তো বটেই অন্যান্য দেশের বিশেষজ্ঞরাও অবশ্য দাবি করেছেন ভারত নাকি দুবাইতে ম্যাচ খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে। যদিও সেই নিয়ে প্রশ্ন রয়েছে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই প্রতিযোগিতার ফাইনালে খেলতে নামবে তারা।
শেষ কয়েক বছরে যদি দেখা যায় তাহলে ভারত নিজের দেশে হোক বা মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজে গিয়েও সিমিত ওভারের ক্রিকেটে ভালো পারফরমেন্সই করে এসেছে। ওডিআই বিশ্বকাপ ফাইনাল বাদ দিলে শেষ দুই আইসিসির ইভেন্টে আর কোনও ম্যাচই হারেনি রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ফলে দুবাইতে স্রেফ খেলছে বলেই যে ভারত সুবিধা পাচ্ছে, সেই কথাটা কতটা সত্য়ি তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সেখানেই এক পাকিস্তানি ফ্যানকে বলতে শোনা যাচ্ছে ভারতীয় দলের এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় অ্যাডভান্টেজ হয়ে গেছে দুবাইতে হোম কন্ডিশনে খেলা। অর্থাৎ তিনি দাবি করছেন ভারত সেখানে হোম ম্যাচ খেলার সুবিধা পাচ্ছে, কারণ বাকি দলগুলোকে বিভিন্ন মাঠে খেলতে হলেও ভারত একটাই ভেনুতে খেলছে।
পাকিস্তানের এক সমর্থকের থেকে এমন যুক্তি শোনার পরই সেই ভিডিয়োয় থাকা সাংবাদিক এমন এক কড়া উত্তর দিলেন, যা শুনে কার্যত পাক ক্রিকেটভক্ত চুপ করে যান। সেই সাংবাদিক পাল্টা তখন বলেন, যদি ভারত নিজের দেশ ছেড়ে দুবাইতে খেলতে এসে সেটাকে হোম গ্রাউন্ড বানিয়ে ফেলতে পারল, তাহলে পাকিস্তান দল নিজেদের দেশের মাটিতেই ম্যাচ হারল কেন? এটাও তো পাকিস্তানের হোম ম্যাচ।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। উদ্বোধনী ম্যাচেই পাকিস্তান হেরে যাওয়ায় নিজেদের ঘরের মাঠে তারাই খাদের কিনারায় চলে গেছিলেন প্রথম দিনেই। অপেক্ষা ছিল দুবাইতে আয়োজিত ভারত-পাক গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচের, সেখানে হারতেই মহম্মদ রিজওয়ানদের বিদায় ঘন্টা বেজে যায়। এরপর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফলে নিজেদের ঘরের মাঠে একটি ম্যাচে না জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষ হয় পাকিস্তানের।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :