AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যামিলিয়ার পাঁচ উইকেটে জয়ী মুম্বাই


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫২ পিএম, ৭ মার্চ, ২০২৫
অ্যামিলিয়ার পাঁচ উইকেটে জয়ী মুম্বাই

মুম্বাই  ইন্ডিয়ানসের অ্যামিলিয়ার দুরন্ত বোলিং (৩৮ রানে পাঁচ উইকেট) এর সাহায্যে ১৫০-৯ স্কোরে আটকে যায় ইউপি। দুরন্ত অ্যামিলিয়া কের (৩৮ রানে ৫ উইকেট)। পাশাপাশি ব্যাট হাতে দাপট হেইলি ম্যাথেউজ (৪৬ বলে ৬৮ রান)-এর। দুই তারকার সাহায্যে বৃহস্পতিবার ডব্লিউপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেটে হারাল ইউপি ওয়ারিয়জকে। 

তবে ব্যাট করতে নামার সময় জর্জিয়া ভল (৩৩ বলে ৫৫)-এর প্রথম ডব্লিউপিএল অর্ধশতরানের সাহায্যে শুরুটা ভালই হয়েছিল ইউপি-র। কিন্তু অ্যামিলিয়ার দাপটে ১৫০-৯ স্কোরে আটকে যায় ইউপি। 

একটা সময় ৭.৫ ওভারে ৭৪-০ স্কোর ছিল ইউপির। ভল ও গ্রেস হ্যারিস দ্রুত গতিতে রান তুলছিলেন। তখন মনে হচ্ছিল ইউপি ২০০-র বেশি রান তুলে ফেলবে। নিজের পরিচিত ওপেনারের ভূমিকায় তাঁকে নামানোর পরেই স্বচ্ছন্দে রান তুলছিলেন ভল। এক সময় অ্যামিলিয়ার ওভারে পরপর তিনটি বাউন্ডারিও মারেন তিনি। কিন্তু এর পরেই মুম্বাই পাল্টা আক্রমণ শুরু করে। ১৪ বলের মধ্যে তিনটি উইকেট তুলে নেয় মুম্বাইয়ের বোলাররা।

হেইলি ম্যাথেউজ (২-১৭) ফেরান হ্যারিসকে (২৫ বলে ২৮)। কিরণ নবগির ফিরে যান কোনও রান না করেই অ্যামিলিয়ার বলে। দুরন্ত ছন্দে থাকা ভল এর পরে আউট হন। ন্যাট সিভার ব্রান্টের স্লোয়ার বুঝতে না পেরে বোল্ড হয়ে যান তিনি। শেষ ওভারেও দুটো উইকেট তুলে নেন অ্যামিলিয়া। ডব্লিউপিএলে এটাই তাঁর সেরা বোলিং। ১৫তম ওভারে অ্যামিলিয়া দীনেশ বৃন্দা (১২ বলে ১০) ও শিনেল হেনরিকে (২ বলে ৬) আউট করে ধাক্কা দেন ইউপিকে।

জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের সেরা হেইলির পাশাপাশি ন্যাট সিভার ব্রান্টও রান পান। তিনি করেন ২৩ বলে ৩৭। এই জয়ের পরে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় মুম্বাই। 


একুশে সংবাদ/ এস কে

Link copied!