এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বেন স্টোকস। টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক। পরে যদিও এক দিনের ক্রিকেট বিশ্বকাপের আগে তিনি আবার দলে ফিরেছিলেন। সেই স্টোকসকে এ বার সাদা বলের ক্রিকেটেও অধিনায়ক করতে চায় ইংল্যান্ড।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর রব কি চাইছেন লাল বলের সঙ্গে সাদা বলেও দেশকে নেতৃত্ব দিন স্টোকস। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর নেতৃত্ব ছেড়ে দিয়েছেন জস বাটলার। তার পরেই নতুন অধিনায়ক খোঁজে ইংল্যান্ড। ২০১৯ সালে এক দিনের বিশ্বকাপ জিতেছিল তারা। ২০২২ সালে জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দল এখন সাদা বলের ক্রিকেটে ছন্দহীন। এই বছর ১১টি ম্যাচের মধ্যে ১০টিতেই হেরে গিয়েছে ইংল্যান্ড। দলকে ফর্মে ফেরাতে স্টোকসের হাতে দায়িত্ব দিতে চাইছেন রব।
ইংল্যান্ড দলে হ্যারি ব্রুককে ভবিষ্যতের অধিনায়ক মনে করেন অনেকে। কিন্তু তিনি সে ভাবে রান করতে পারছেন না। তিন ধরনের ক্রিকেটে সমান ভাবে খেলতে পারছেন না। এমন একজনকে এই মুহূর্তে অধিনায়কের দায়িত্ব দেওয়া ঠিক হবে কি না, বুঝতে পারছে না ইংল্যান্ড বোর্ড। সেখানে ৩৩ বছরের স্টোকস অনেক বেশি অভিজ্ঞ। এই মুহূর্তে তিনি টেস্ট দলের অধিনায়ক। সেই কারণেই তাঁকে সাদা বলের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। যদিও চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি স্টোকস।
ইংল্যান্ডের কোচ এখন ব্রেন্ডন ম্যাকালাম। একটা সময় তিনি শুধু টেস্ট দলের কোচ ছিলেন। এখন ইংল্যান্ডের সব ফরম্যাটেই কোচ ম্যাকালাম। যদি স্টোকসকে দায়িত্ব দেওয়া হয়, তা হলে সব ধরনের ক্রিকেটে এক জন অধিনায়ক হবে ইংল্যান্ডের। রব বলেন, “বেন স্টোকস আমার দেখা অন্যতম সেরা অধিনায়ক। তাই ওকে বাদ রাখা বোকামি হবে। দেখা যাক কী হয়।”
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলে ছিলেন স্টোকস। সেই ফাইনালের পর থেকে আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি তাঁকে। এক দিনের বিশ্বকাপের পর সেই ধরনের ক্রিকেটও আর খেলেননি। এমন একজনকে অধিনায়ক করে আবার সাদা বলের ক্রিকেটে ফিরিয়ে আনার কথা ভাবছে ইংল্যান্ড।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :