লেভারকুসেনের বিপক্ষে বায়ার্নকে নেতৃত্ব দিচ্ছিলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। দলের দ্বিতীয় গোলের পর উদযাপনে একটু বাঁধনহারা হয়ে গিয়েছিলেন তিনি। এক পর্যায়ে পা ধরে বসে পড়েন ৩৮ বছর বয়সি গোলকিপার। কিছুক্ষণ পরই মাঠ ছেড়ে চলে যেতে হয় তাকে। নয়ারকে উঠিয়ে বদলি হিসেবে মাঠে নামেন তরুণ গোলরক্ষক জোনাস আরবিগ।
ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার পর বড় দুঃসংবাদ পেয়েছে বায়ার্ন। ম্যাচ শেষে নয়ারের ইনজুরি নিয়ে কথা বলেছেন কোচ কম্পানি। এখন পরের লেগে নয়ারকে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা।
ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি বলেন, `এই মুহূর্তে ম্যানুয়েলকে নিয়ে কোনো খবর জানানোর মতো কিছু আমার কাছে নেই। তবে এটা সত্যি যে, গোল উদযাপনের সময় চোট বাধিয়েছে সে। মনে হচ্ছে কাফ মাসলে লেগেছে। আরও ভালো করে দেখতে হবে।`
প্রথম লেগের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলেও এখনই স্বস্তির কিছু দেখছেন না বায়ার্ন কোচ। তিনি বলেন, `আমরা মাত্র অর্ধেক পথ পেরিয়েছি। এই ম্যাচের নয়, এই লড়াইয়ের অর্ধেক। বাকি অর্ধেকে আমাদের পাড়ি জমাতে হবে লেভারকুজেনে। সেখানেও একইভাবে এগোতে হবে আমাদের।`
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :