AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুহূর্তেই শেষ ইডেন গার্ডেন্সে কেকেআর টিকিট!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৪১ পিএম, ৭ মার্চ, ২০২৫
মুহূর্তেই শেষ ইডেন গার্ডেন্সে কেকেআর টিকিট!

শুক্রবার থেকে আইপিএল ২০২৫র কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেন্সে হতে চলা ম্যাচের টিকিট কাটা শুরু হয়েছিল, কিন্তু মূহূর্তের মধ্যে শেষ হয়ে গেল সব মধ্যবিত্তের নাগালে থাকা টিকিট। আর তারপরই উঠছে ব্ল্যাকিংয়ের অভিযোগ।

সত্যিই কি সমর্থকরাই টিকিট ছাড়ার ১ মিনিটের মধ্যে সব কিনে নিলেন, নাকি গতবার আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর হওয়ায় এবারে তাঁদের টিকিটের চাহিদা তুঙ্গে থাকবে জেনেই ব্ল্যাকাররা অসাধু প্রক্রিয়ায় সব টিকিট নিমেশে শেষ করে দিল? ২২ মার্চ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে আজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স।

এতেই অবশ্য শেষ নয়, কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বাংলার মানুষের। গতবারের তুলনায় টিকিটের দাম অনেকটাই এবছর বাড়িয়ে দেওয়া হয়েছে বলে নেটমাধ্যমে সকলে অভিযোগ করেছেন। তাঁদের অনেকের দাবি সকাল থেকে টিকিট কাটার জন্য অপেক্ষা করলেও টিকিট ছাড়ার ১ মিনিটের মধ্যেই সব ৯০০ টাকার টিকিট শেষ হয়ে গেল, অর্থাৎ অন্যান্যবারের তুলনায় এবারে টিকিট এই দামের ক্যাপে কম ছাড়া হয়েছে। এছাড়াও অন্যান্যবার যে টিকিটের দাম ২৫০০ থাকে, এবার নাকি সেই ব্লকের টিকিটই বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুন দামে, এমন অভিযোগও উঠছে।

সিএবির ঘনিষ্ঠ এক সূত্রের সঙ্গে যোগাযোগ করা হয় স্টেডিয়ামের বাইরে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তিকে প্রশ্ন করা হয়, এত অভিযোগ তো কোনওবছর আসে না। এর আগেও ২বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স, তাহলে কি ব্যবসার গন্ধ পেতেই লুটেপুটে নেওয়া শুরু হয়ে গেল আম মধ্যবিত্ত ক্রিকেটপ্রীয় বাঙালিকে?

সেই সূত্রের দাবি এমন অবস্থার কারণ কেকেআরের শুধু আইপিএল চ্যাম্পিয়ন হওয়াই নয়, আরসিবির সঙ্গে উদ্বোধনী ম্যাচ হওয়া। এবছর যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে, আর বিরাট কোহলি যিনি বর্তমানে সেই প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের দৌড়ে রয়েছেন, তিনি যদি টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হয়ে শেষ করেন, সেই আগাম অনুমান করেই বিরাটের খেলা দেখতেই আরও বেশি করে প্রথম ম্যাচের টিকিট কাটতে ঝাঁপিয়েছে দর্শকরা। সেই কারণেই মূহূর্তের মধ্যে শেষ হয়েছে টিকিট।

বেশ কয়েকজন নাইট সমর্থক এদিন মাঠের বাইরে উপস্থিত হয়েছিল টিকিট কাটার জন্য অফলাইনে। গতবার বিশ্বকাপেরও সময়ও সিএবির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠেছিল আগেভাগেই সব টিকিট বিক্রি করে দেওয়ার, যা নিয়ে পুলিশমহল পর্যন্ত বিষয়টি গেছিল। টিকিট বিক্রি করা সংস্থার ওপর দায় ঠেলেছিল সিএবি, অর্থাৎ টিকিট নিয়ে কিছু যে ভিতরে ভিতরে বিতর্ক ছিল তা বলাই বাহুল্য। সেই সূত্র ধরেই কেকেআরের হতাশ সমর্থক, যারা এদিন টিকিট কাটতে পারলেন না তাদের বলতে শোনা গেল, আইপিএল আর সাধারণ মানুষের খেলা নয়। এটা এখন বড়লোকদের খেলা। সোশাল নেটওয়ার্কিং সাইটেও বিভিন্ন নাইট ফ্যান ক্লাবের তরফেও এমন ধরণেরই পোস্ট করা হল। 

একুশে সংবাদ/ এস কে

Link copied!