AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাইনাল পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে কারা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২৭ পিএম, ৭ মার্চ, ২০২৫
ফাইনাল পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে কারা

২০১৯ সালে এক দিনের বিশ্বকাপে নিউজিল্যান্ড হেরেছিল বাউন্ডারি কম মারার জন্য। বাউন্ডারি বেশি মারার জন্য ইংল্যান্ড জিতেছিল ফাইনাল টাই হওয়ার পর। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যদিও তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। কারণ আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, সাদা বলের ক্রিকেটে কোনও ম্যাচ টাই হলে হবে সুপার ওভার। যত ক্ষণ না কোনও দল সুপার ওভারে জিতছে, তত ক্ষণ সুপার ওভার চলবে। ফলে ফাইনালে যদি ম্যাচ টাই হয়, তা হলে সুপার ওভার হবে। 

বৃষ্টিতে রবিবার ম্যাচ ভেস্তে গেলে রয়েছে রিজার্ভ ডে। সোমবার হবে ম্যাচ। যদি সেই দিনও খেলা না হয়, তা হলে দুই দলকেই জয়ী ঘোষণা করে দেওয়া হবে। ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। সে বার ভারত এবং শ্রীলঙ্কাকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। এ বারেও সেই নিয়ম থাকছে।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে তারা হারায় বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। সেমিফাইনালে ভারত জিতেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। নিউজিল্যান্ড গ্রুপ পর্বে শুধু ভারতের বিরুদ্ধে হেরে যায়। তারা পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে জয় পায়। সেমিফাইনালে কিউয়িরা হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। এ বার ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!