AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশি তারকাকে অপমান, জরিমানা হরমনপ্রীতের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪৪ পিএম, ৭ মার্চ, ২০২৫
বিদেশি তারকাকে অপমান, জরিমানা হরমনপ্রীতের

ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে শাস্তির মুখে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতীয় দলেরও তিনিই অধিনায়ক। তবে খেলার মাঠে খুব ভালো উদাহরণ তৈরি করলেন না অযথ বিতর্কে জড়িয়ে। ইউপি ওয়ারিয়র্জের বিপক্ষে ডাব্লুপিএলের ম্যাচে লখনউতে প্রথমে ফিল্ডিং নেন হরমনপ্রীত। গ্রেস হ্যারিস এবং জর্জিয়া ভল ভালো শুরু করলেও মিডল ওভারে পরপর উইকেট হারিয়ে একটা সময় ইউপির স্কোর দাঁড়ায় ১২৫/৭। ১৯তম ওভারের শেষে ইউপি দলের রান দাঁড়ায় ৭ উইকেটে ১৪৩।

ডাব্লুপিএলের ম্যাচে ইউপি ওয়ারিয়র্জের বিপক্ষে কথাকাটাকাটিতে জড়ান মুম্বাই ইন্ডিয়ান্সের হরমনপ্রীত কৌর। ১৯তম ওভার শেষে আম্পায়াররা হরমনপ্রীতকে জানান, যেহেতু তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেননি তাই একজন ক্রিকেটারকে ২৫ গজের মধ্যে আনতে হবে। ৫ মিনিট বিলম্ব করেছিল মুম্বই দল। আম্পায়ার অজিত আগ্রালের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় হরমনপ্রীতকে, এরপর আম্পায়াররা কথা থামিয়ে সরে যাচ্ছিলেন।

তখনই ইউপির ব্যাটার সোফি একলেস্টোন এগিয়ে যান আম্পায়ারের দিকে এবং তাঁর সঙ্গে কিছু কথা বলতে যান মুম্বই অধিনায়ককে নিয়ে। তখনই হরমনপ্রীত মাথাগরম করে একলেস্টোনের দিকে এগিয়ে আসেন এবং তাঁকে এসবের মধ্যে না জড়াতে নির্দেশ দেন। এরপরই শনিবার সকালে WPLর তরফে জানানো হয়, সোফির সঙ্গে বিতর্কে জড়ানোর জন্য নয়, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ দেখানোয় তাঁর ১০ শতাংশ ম্যাচ ফি কাটা গেছে। 

হরমনপ্রীত কৌর নিজেও বিষয়টি মেনে নিয়েছেন তাই আর্টিকেল ২.৮র লেভেন ওয়ান অপরাধ অনুযায়ী তাঁর ১০ শতাংশ ম্যাচ ফি কাটা যায়। এই ধারা অনুযায়ী রেফারির বিরুদ্ধে কথা বলা বা তাঁর সিন্ধান্তে অসন্তোষ প্রকাশ করা মানে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করা।

শেষ পর্যন্ত ইউপি ওয়ারিয়র্জ দল নির্ধারিত ২০ ওভারে করে ৯ উইকেটে ১৫০ রান। অ্যামেরিয়া কের একাই নেন পাঁচ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হরমনপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্স। হেলি ম্যাথিউজ ওপেন করতে নেমে করেন ৬৮ রান, ন্যাট স্কিভার ব্রান্ট রকেন ৩৮ রান। এই হারের ফলে ছিটকে গেল ওয়ারিওরস.

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!