AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫১ পিএম, ৭ মার্চ, ২০২৫
৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব

ফুটবল বিশ্বকাপের শততম বর্ষ হতে যাচ্ছে ২০৩০ বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের শততম বর্ষকে স্মরণীয় করে রাখতে ফিফা একাধিক মহাদেশে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। স্পেন, পর্তুগাল, মরক্কোর পাশাপাশি ২০৩০ বিশ্বকাপের ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। ৪৮টি দেশ নিয়ে হতে যাওয়া সেই বিশ্বকাপে আরও ১৬টি দেশের অংশগ্রহণ দেখা যেতে পারে।

৬৪টি দেশ নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফার কাছে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে প্রস্তাবনাটি দিয়েছেন উরগুয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইগনাসিও আলনসো।

ফিফা কাউন্সিলে গত বুধবার এই প্রস্তাবনাটি দেওয়া হয়, যা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ইতিবাচক ভাবেই নিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য সম্মতি দিয়েছেন।

৬৪ দেশের বিশ্বকাপ নিয়ে দ্য গার্ডিয়ানকে ফিফার এক মুখপাত্র বলেন, ‘২০২৫ সালের ৫ মার্চ অনুষ্ঠিত ফিফা কাউন্সিল সভার শেষ দিকে ‘মিশ্র’ আলোচনার সময় ফিফা কাউন্সিলের একজন সদস্য স্বতঃস্ফূর্তভাবে ২০৩০ সালে ফিফা বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের জন্য ৬৪ দলের ফিফা বিশ্বকাপ বিবেচনার একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। এই ধারণাটি গ্রহণ করা হয়েছিল কারণ ফিফার দায়িত্ব তার কাউন্সিল সদস্যদের কাছ থেকে আসা যেকোনো প্রস্তাব বিশ্লেষণ করা।‘  

আসন্ন ২০২৬ বিশ্বকাপ ৪৮টি দেশ নিয়ে আয়োজিত হবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে। যেখানে ৩২টি দেশ থেকে সংখ্যা বাড়িয়ে ৪৮টি দেশ করা হয়েছে। তবে ২০৩০ বিশ্বকাপে ৬৪টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ফিফার কাছে।  

কারণ একাধিক মহাদেশে বিশ্বকাপ হওয়ায় ৬৪টি দেশ অংশ নিলে ম্যাচ সংখ্যা দাঁড়াবে ১২৮টি। এমনকি ৬ সপ্তাহের বেশিও সময় লাগতে পারে বিশ্বকাপ আয়োজনে। তবে এই প্রস্তাবনা বাস্তবায়ন করা গেলে বিশ্বকাপে অভিষেক হতে পারে এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের একাধিক দেশের।


একুশে সংবাদ/ এস কে

Link copied!