সুযোগ পেলে আইপিএল খেলতে চান মহম্মদ আমির। ভারতের টি-টোয়েন্টি লিগে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার নিয়ম নেই। আমির আশায় রয়েছেন আগামী বছর তিনি আইপিএল খেলতে পারবেন। নেপথ্যে তার স্ত্রী নারজিস।
আমিরের স্ত্রী ব্রিটেনের নাগরিক। পাকিস্তানের পেসার আশা করছেন আগামী বছর তিনিও ব্রিটেনের নাগরিকত্ব পেয়ে যাবেন। সে ক্ষেত্রে আইপিএল খেলতে কোনও বাধা থাকবে না আমিরের। তিনি বলেন, “আগামী বছরের মধ্যে আমার সুযোগ তৈরি হবে আইপিএল খেলার। যদি সুযোগ পাই তা হলে কেন খেলব না! আমি আইপিএল খেলতে চাই। আশা ছাড়ছি না।”
পাকিস্তানের হয়ে নয়, ব্রিটিশ নাগরিক হিসাবে আইপিএল খেলার ছাড়পত্র পেতে পারেন আমির। তা নিয়ে নিজের দেশে কটাক্ষের মুখে পড়তে হতে পারে বাঁহাতি পেসারকে। যদিও সেটা নিয়ে ভাবছেন না তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩২ বছরের আমির।
তিনি বলেন, “আইপিএলে পাক ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ। কিন্তু আমাদের প্রাক্তন ক্রিকেটারেরা তো ধারাভাষ্য দিচ্ছে। কোচও হয়েছেন অনেকে।”
আইপিএলে পাক ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ হলেও এক সময় ওয়াসিম আকরাম বোলিং কোচ ছিলেন কলকাতা নাইট রাইডার্সের। রামিজ রাজা ধারাভাষ্য দিয়েছেন। আমিরকে আশা দেখাচ্ছেন আজহার মেহমুদ। তিনি ২০১২ সালে আইপিএল খেলেছিলেন। তবে পাকিস্তানের নাগরিক হিসাবে নয়, মেহমুদ খেলেছিলেন ব্রিটিশ নাগরিক হিসাবে। সেই পথেই হাঁটতে চলেছেন আমির।
আইপিএল খেলার সুযোগ পেলে কোন দলের জার্সি পরতে চাইবেন আমির? তিনি বলেন, “আমার বিরাট কোহলিকে খুব পছন্দ। ওর মতো প্রতিভাকে আমি শ্রদ্ধা করি। বিরাট আমাকে ব্যাট উপহার দিয়েছিল। ওর ব্যাটিংয়ের ভক্ত আমি। বিরাট আমার বোলিংও পছন্দ করে। ওর ব্যাট নিয়ে আমি খেলেছি। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে পারলে ভাল লাগবে।”
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :