AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনুশীলনে চোট পেয়েছেন কোহলি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০৫ পিএম, ৮ মার্চ, ২০২৫
অনুশীলনে চোট পেয়েছেন কোহলি

আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছেন রোহিত শর্মার দল। এর মধ্যে ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতলেও সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে শিরোপা হাতছাড়া হয় ভারতের। আগামীকালের ম্যাচটি তাই গৌতম গম্ভীরের জন্য শিরোপা ঘরে নেওয়ার মিশন।  

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে ভারত। অনুশীলনের সময় বলের আঘাতে চোট পেয়েছেন বিরাট কোহলি। এবারের টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন কোহলি। গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। এছাড়া সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ফাইনালে তোলেন ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান।

চার ইনিংসে ৭২.৩৩ গড়ে ২১৭ রান নিয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান কোহলির। ভারতের পক্ষে সর্বোচ্চ রান করা কোহলির শীর্ষে উঠতে দরকার মাত্র ১১ রান। আর ফাইনালে ৪৬ রান করতে পারলেই ক্রিস গেইলকে (৭৯১) ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হবেন কোহলি (বর্তমানে ৭৪৬)। এমন মাইলফলকের সামনে শঙ্কা জাগিয়েছে কোহলির চোট।

পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ফাইনালের আগে দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনের সময় চোট পেয়েছেন কোহলি। ঘটনার বর্ণনায় জিও টিভির প্রতিবেদনে লেখা হয়েছে, নেটে ফাস্ট বলের বিরুদ্ধে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন ডানহাতি ব্যাটসম্যান। এমন সময় একটি বল কোহলির হাঁটুর কাছে আঘাত করে।

এ ঘটনায় সঙ্গে সঙ্গেই অনুশীলন বন্ধ করেন কোহলি। তাৎক্ষণিকভাবে টিম ফিজিওরা কোহলির কাছে আসেন। তারা আঘাতপ্রাপ্ত স্থানে স্প্রে করেন এবং জায়গাটি ব্যান্ডেজে মুড়িয়ে দেন। এ সময় কোহলির চোখে-মুখে ব্যথার অভিব্যক্তি ধরা পড়ে।

তবে ব্যথার মাত্রা বেশি নয় বলে জানিয়েছে জিও টিভি। প্রাথমিক চিকিৎসা শেষ হলে মাটিতে বসে সতীর্থদের অনুশীলন দেখেন কোহলি। ভারতীয় কোচিং স্টাফের পক্ষ থেকে জানানো হয়েছে, কোহলির চোট গুরুতর কিছু নয় এবং ফাইনালে পুরো ফিট কোহলিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা।

তবে ভারতীয় কোনো গনমাধ্যম এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করেনি। 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!