AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয় শাহের জায়গায় আসছেন রাজীব শুক্লা!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩২ পিএম, ৯ মার্চ, ২০২৫
জয় শাহের জায়গায় আসছেন রাজীব শুক্লা!

এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) জায়গা করে নিলেন রাজীব শুক্লা। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি পদে আছেন। এর আগে এসিসিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন জয় শাহ। তিনি এখন আইসিসির চেয়ারম্যান হয়েছেন। ফলে তার জায়গায় কাউকে মনোনীত করতে হত বিসিসিআইকে। সেই জায়গায় এবার রাজীবকে বসানোর সিদ্ধান্ত নিল বোর্ড।

এমনটাই জানিয়ে বিবৃতি জারি করা হয়েছে। আগে এসিসির সভাপতি ছিলেন শাহ। তবে শুক্লা সভাপতি হচ্ছেন না। আপাতত এক্সিকিউটিভ বোর্ড মেম্বার হিসাবে থাকছেন তিনি। এছাড়াও বিসিসিআইয়ের তরফে আরও এক প্রতিনিধি থাকছেন। আশিস সেলারকে এক্স-অফিসিও বোর্ড মেম্বার হিসাবে মনোনীত করা হয়েছে।

জয় শাহ গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত এসিসির সভাপতি হিসাবে দায়িত্বভার সামলেছেন। এছাড়াও সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি হিসাবেও দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর সেই পদগুলি থেকে সরে দাঁড়াতে হয়। বিসিসিআই তাদের বিবৃতিতে বলেছে, ‘জয় শাহ আইসিসির চেয়ারম্যান মনোনীত হওয়ায় এসিসিতে তাঁর জায়গাটি খালি ছিল। যদিও শেষে তিনি এসিসির সভাপতি হয়েছিলেন। তাঁর জায়গায় রাজীব শুক্লা বর্তমানে এসিসির এক্সিকিউটিভ বোর্ড মেম্বার হিসাবে বিসিসিআইকে প্রতিনিধিত্ব করবেন।’ 

বিসিসিআই-এর সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, রাজীব শুক্লাকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে এসিসির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের চিফ শাম্মি সিলভা। তবে আশা করা হচ্ছে এসিসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন রাজীব। কিছুদিন আগে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে পাকিস্তানে যান তিনি। সেখানে তিনি ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মন্তব্য করেছিলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্লা বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজের বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ভারতীয় সরকার যা বলবে আমরা সেই নির্দেশ পালন করব। বিসিসিআই এবং পিসিবির পলিসি একই রকম। এই মুহূর্তে দুই দেশের কোথাও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব নয়। সেক্ষেত্রে নিরপেক্ষে ভেন্যুতে খেলা যাবে।’

উল্লেখ্য, এব ছর এশিয়া কাপ আয়োজিত হবে। খেলা হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে ৫০ ওভার নয়, খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!