AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাইনালে যেসব মাইলফলকের সামনে কোহলি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪০ পিএম, ৯ মার্চ, ২০২৫
ফাইনালে যেসব মাইলফলকের সামনে কোহলি

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মাঠে নামতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি সামনে পাচ্ছেন একাধিক মাইলফলক স্পর্শ করার সুযোগ। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক ৮৪ রানের ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলেছিলেন কোহলি। গ্রুপ পর্বেও পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১০০ রানের ইনিংস উপহার দিয়েছিলেন তিনি।   

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের মাইলফলক স্পর্শ করতে কোহলির প্রয়োজন মাত্র ৪৬ রান। বর্তমানে এই রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের দখলে, যিনি ১৭ ইনিংসে ৭৯১ রান করেছেন। কোহলি ১৬ ইনিংসে করেছেন ৭৪৬ রান।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলি ছাড়া আর কেউই সাত শর কোঠায় নেই। ভারতীয় তারকার পরের অবস্থান ইংল্যান্ডের জো রুট। তার পরেই আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

তবে সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ন্যূনতম সাত শ রান আছে চার ক্রিকেটারের। গেইল ও কোহলির পর এই তালিকায় আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে ও ভারতের শিখর ধাওয়ান।

এছাড়া, ফাইনালে অন্তত ৫৫ রান করলে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে উঠে আসবেন কোহলি। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার সংগ্রহ ১৪ হাজার ২৩৪ রান, আর কোহলির আছে ১৪ হাজার ১৮০ রান। শচীন টেন্ডুলকার ১৮ হাজার ৪২৬ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি আছেন চার নম্বরে। শীর্ষে থাকা ইংল্যান্ডের বেন ডাকেট (২২৭ রান) থেকে মাত্র ১০ রান পিছিয়ে তিনি (২১৭ রান)। একইভাবে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রও (২২৬ রান) শীর্ষস্থান দখলের সুযোগ পাচ্ছেন।

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করলে কোহলি এসব রেকর্ড নিজের করে নিতে পারবেন। ভারতীয় সমর্থকেরা সেই অপেক্ষায় আছেন। দেখা যাক, দুবাইয়ে কোহলির আরেকটি ‘মাস্টারক্লাস’ দেখা যায় কি না!

একুশে সংবাদ/ এস কে

Link copied!