AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাঈমের ১৭৬, ডিপিএলে প্রাইম ব্যাংকের সর্বোচ্চ রানের ইতিহাস


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:৫১ পিএম, ৯ মার্চ, ২০২৫
নাঈমের ১৭৬, ডিপিএলে প্রাইম ব্যাংকের সর্বোচ্চ রানের ইতিহাস

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ইতিহাসে প্রথমবার কোনো দল হিসেবে চারশ রানের দেখা পেলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলকে রেকর্ড সংগ্রহ এনে দেয়ার পথে একাই ১৭৬ রানের ইনিংস খেলেন নাঈম শেখ।নাঈমের ঝোড়ো ব্যাটিংয়ে ডিপিএলে রেকর্ড সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ক্লাবটির সংগ্রহ ৪২২ রান। 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ রোববার থেকে শুরু হয়েছে তৃতীয় রাউন্ড। ঢাকার তিন ভেন্যুতে চলছে ছয় দলের খেলা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন।

মিরপুরে টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ব্রাদার্স ইউনিয়ন। সাব্বির হোসেনকে নিয়ে নাঈম শেখ দারুণ শুরু এনে দেন। রানের ফোয়ারা ছুটিয়ে এগোতে থাকেন নাঈম। অন্যপ্রান্তে সঙ্গী বদল হলেও তার ব্যাট থেকে আসে ঝোড়ো সেঞ্চুরি। মাত্র ৮০ বলে তিন অঙ্ক স্পর্শ করেন।

শতক হাঁকানোর পর আরও চড়াও হয় তার ব্যাট। ব্রাদার্সের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন। ৮০ বলে সেঞ্চুরির পর ১০৬ বলে দেড়শ রান পার করেন। এক সময় মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরি করে ফেলবেন তবে সেটি শেষ পর্যন্ত হয়নি। ব্যক্তিগত ১৭৬ রানে থাকা অবস্থায় কাভারে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

বাংলাদেশের হয়ে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ ২০৮* রান রয়েছে সৌম্য সরকারের। ২০১৯ সালে আবাহনীর হয়ে ধানমন্ডির বিপক্ষে করেছিলেন এই রান।

এর আগে ২০১৮ সালে ৩৯৩ রান করেছিল আবাহনী। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।


একুশে সংবাদ/ এস কে

Link copied!