বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় তীর গো ফর গোল্ড প্রজেক্টের আওতায় আজ থেকে গাজীপুরের টঙ্গিস্থ আরচ্যারী ট্রেনিং সেন্টারে ‘স্বাধীনতা দিবস আরচ্যারী টুর্নামেন্ট-২০২৫’ শুরু হয়েছে।
দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি, সার্ভিসেস সংস্থা ও ক্লাব দল থেকে ৭৫ জন আরচ্যার রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা বিভাগে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক, রিকার্ভ মিশ্র দলগত ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
আজ অনুষ্ঠিত কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ৬৬২ স্কোর করে ১ম হন আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি (বিকেএসপি), ৬৬১ স্কোর করে ২য় হন আব্দুর রহমান আলিফ (বিকেএসপি) এবং ৬৫৮ স্কোর করে ৩য় হন রামকৃষ্ণ সাহা (বাংলাদেশ বিমান বাহিনী)।
কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় রিকার্ভ মহিলা একক ইভেন্টে ৬৪১ স্কোর করে ১ম হন মোসাম্মৎ ইতি খাতুন (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব), ৬২৫ স্কোর করে ২য় হন সোনালী রায় (বিকেএসপি) এবং ৬০৭ স্কোর করে ৩য় হন সীমা আক্তার শিমু (বাংলাদেশ বিমান বাহিনী)।
কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে ৬৯৭ স্কোর করে ১ম হয়েছেন হিমু বাছাড় (বাংলাদেশ বিমান বাহিনী), ৬৯৪ স্কোর করে ২য় হন নেওয়াজ আহমেদ রাকিব (বিজিবি) এবং ৬৮৩ স্কোর করে ৩য় হন আল-শাহরিয়ার রহমান জয় (বিকেএসপি)।
কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ৬৮৯ স্কোর করে ১ম হন বন্যা আক্তার (বাংলাদেশ বিমান বাহিনী), ৬৭৪ স্কোর করে ২য় হন পুস্পিতা জামান (বাংলাদেশ বিমান বাহিনী) এবং ৬৬৬ স্কোর করে ৩য় হন মোসাম্মৎ উর্মি খাতুন (বিকেএসপি)।
কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ১২৮৭ স্কোর করে ১ম হয়েছে বিকেএসপি (আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি ও সোনালী রায়)। এই ইভেন্টে ১২৬৫ স্কোর করে ২য় হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী (রামকৃষ্ণ সাহা ও সীমা আক্তার শিমু) এবং ১২৬২ স্কোর করে ৩য় হয়েছে বিকেএসপি-২ (আব্দুর রহমান আলিফ ও আরভী আক্তার।)
কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ১৩৮৬ স্কোর করে ১ম হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী (হিমু বাছাড় ও বন্যা আক্তার), ১৩৫৭ স্কোর করে ২য় হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী-২ (তরিকুল ইসলাম ও পুস্পিতা জামান) এবং ১৩৪৯ স্কোর করে ৩য় হয়েছে বিকেএসপি (আল-শাহরিয়ার রহমান জয় ও মোসাম্মৎ উর্মি খাতুন)।
আগামীকাল সকাল ৯টা থেকে সকল ইভেন্টে পদকের লড়াই শুরু হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :