শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়দের পর ভারতীয় ব্যাটিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একের পর এক সাফল্য এনে দিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এবার ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নেমে গড়লেন নতুন বিশ্বরেকর্ড।
আইসিসির স্বীকৃত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড এখন রোহিত-কোহলির দখলে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নেমেই তারা ছুঁয়েছেন ৯টি আইসিসি ফাইনাল খেলার মাইলফলক। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন ভারতীয় কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং, যার ঝুলিতে রয়েছে ৮টি ফাইনাল। এবার সেই রেকর্ডও পেছনে ফেলে দিলেন এই দুই তারকা।
রোহিত শর্মার প্রথম আইসিসি ফাইনাল ছিল ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে ভারত শিরোপা জয় করেছিল। বিরাট কোহলি প্রথম আইসিসি ফাইনাল খেলেছিলেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপে, যেটিও জিতেছিল ভারত। এরপর এই দুই ব্যাটিং স্তম্ভ একসঙ্গে খেলেছেন ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে আরও ৪টি আইসিসি ফাইনাল।
রোহিত-কোহলি জুটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ফাইনালেও জয় পেয়েছিলেন। এবার ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ১২ বছরের ট্রফি খরা কাটিয়ে তারা ভারতকে চ্যাম্পিয়ন করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
সবচেয়ে বেশি আইসিসি ইভেন্ট ফাইনাল খেলার তালিকা
রোহিত শর্মা এবং বিরাট কোহলি (৯ বার)।
যুবরাজ সিং এবং রবীন্দ্র জাদেজা (৮ বার)।
কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে (৭ বার)।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :