ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মৌসুমের প্রথম ম্যাচে হেরে যায় মোহামেডান। সেই ম্যাচে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে রান আসেনি। দ্বিতীয় ম্যাচে মোহামেডান জয় পেলেও ব্যর্থ ছিলেন তামিম। অবশেষে ডিপিএলে হাসলো তামিমের ব্যাট।তার সেঞ্চুরির উপর ভর করে জয় পায় মোহামেডান।
রোববার (৯ মার্চ) বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান। আগে ব্যাট করা পারটেক্স ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায়। তামিমের সেঞ্চুরিতে ৪০.২ ওভারেই এই রান তাড়া করে জয়ের বন্দরে তরী ভেড়ায় মোহামেডান।
পারটেক্স এদিন আহরার আমিনের ৮৬ বলে ৭৮ রানের ইনিংসে ভর করে পুঁজি পায়। এছাড়া জাওয়াদ রোয়ান ৪৫ বলে ৪২ রান করে। কিন্তু বাকিদের ব্যর্থতায় পর্যাপ্ত পুঁজি করতে পারেনি পারটেক্স। মোহামেডানের পক্ষে ৯.৩ ওভার বল করে ৫০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। নাসুম আহমেদ পান ৩ উইকেট।
স্বল্প রান তাড়া করতে নেমে ৩৫ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে মোহামেডান। কিন্তু তামিম-তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। ৬৫ বলে অর্ধশতক পূর্ণ করেন তামিম।
৪৩ বলে ৩৭ রান করে আউট হয়ে যান হৃদয়। এরপর মুশফিকের সঙ্গে জুটি গড়ে দলকে জয় এনে দেন তামিম। তামিম সেঞ্চুরি পূর্ণ করেন ছক্কা মেরে। লিস্ট `এ` ক্রিকেটে এটি তার ২৩তম সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ১১২ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন তামিম। ৪৪ বলে ৩৫ রান করেন মুশফিক।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :