রোববার (৯ মার্চ) দুবাই স্টেডিয়ামে মিচেল স্যান্টনারের দলকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে একাধিক ক্যাচ মিসের খেসারত দিয়েছে ৪ উইকেটের পরাজয় দিয়ে নিউজিল্যান্ড।
শিরোপা হাতছাড়া হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। প্রথম ম্যাচে না খেললেও পরের চার ম্যাচে দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করেছেন তিনি। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। একইসঙ্গে এবারের আসরের সেরা বোলারও নিউজিল্যান্ডেরই। পেসার ম্যাট হেনরি ফাইনালে না খেললেও ১০ উইকেট নিয়ে আছেন সবার ওপরে।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেছেন। সেটাই ভারতকে নিয়ে গিয়েছে জয়ের কাছাকাছি। আর ফাইনালে মোটে ১ রান করলেও ব্যাটারদের সেরা পাঁচে আছেন বিরাট কোহলি।
নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন। ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার মোহাম্মদ শামি ৯টি করে উইকেট নেন।


একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :