চলতি মার্চেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামার কথা নেইমারের। কিন্তু তার আগেই নেইমারকে নিয়ে দুঃসংবাদ পাওয়া গেল। নতুন করে ইনজুরিতে পড়েছেন নেইমার। যে কারণে সান্তোসের হয়ে সেমিফাইনালে খেলতে পারেননি তিনি।
আল হিলাল ছেড়ে নেইমার সান্তোসে যোগ দেয়ার সময় সৌদি ক্লাবটির তরফ থেকে জানানো হয়েছিল, শীর্ষ পর্যায়ে খেলার মতো অবস্থায় আর নেই এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু তাদের সেই দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে ব্রাজিলের ক্লাবটির হয়ে পুরনো ঝলক দেখাচ্ছিলেন নেইমার। মনে হচ্ছিল, খেলোয়াড়ি জীবনের পুনর্জন্ম হচ্ছে ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিকের। কিন্তু হঠাৎ ছন্দপতন!
সোমবার (১০ মার্চ) পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সান্তোসের একাদশে ছিলেন না নেইমার। করিন্থিয়াসের বিপক্ষে ২-১ গোলে ম্যাচটা হেরেও গেছে তারা। এদিন এমনকি বদলি খেলোয়াড় হিসেবেও নেইমারকে নামানো হয়নি। তারপর থেকেই প্রশ্ন দানা বেঁধেছে–এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেইমার কেন খেললেন না?
উত্তর নিজেই দিয়েছেন নেইমার। নতুন করে ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তিনি বলেন, `দুর্ভাগ্যজনকভাবে এই সপ্তাহে আমি ব্যথা অনুভব করেছি...আমি সত্যিই দলকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সকালের পরীক্ষানিরীক্ষার পর আমি আবার অস্বস্তি বোধ করেছি।`
তবে নেইমারের নতুন ইনজুরি কতটা গুরুতর তা জানা যায়নি। আগামী ২১ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এই দুই ম্যাচের আগে সেরে ওঠার জন্য ১০দিনের মতো সময় পাচ্ছেন নেইমার। তবে ইনজুরি গুরুতর হলে দল থেকে পুনরায় বাদ পড়তে হবে তাকে। সে ক্ষেত্রে তার ভবিষ্যৎ নিয়ে সত্যিই নতুন করে প্রশ্ন উঠতে পারে।
গত জানুয়ারিতে ব্রাজিলে ফিরে আসার পর সান্তোসের হয়ে ৭টি ম্যাচ খেলে ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন নেইমার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :