শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন এপ্রিল মাসে ৬ ওয়ানডের সিরিজ খেলতে লঙ্কা সফর করবে টাইগার যুবারা। সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।বর্তমানে এশিয়ার চ্যাম্পিয়ন টাইগার যুবারা।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের সূচি প্রকাশ করেছে এসএলসি। সফরে ৬ ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। সবগুলো ম্যাচ মাঠে গড়াবে হাম্বানটোটার মাহিন্দ্র রাজাপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
২৪ এপ্রিল প্রস্তুতি ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে টাইগার যুবারা। ২৬ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৮ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে। ১ মে, ৩ মে, ৬ মে এবং ৮ মে মাঠে গড়াবে সিরিজের বাকি চার ম্যাচ।
বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য বরাবরই বেশ ভালো। সর্বশেষ দুইটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। বিশ্বকাপেও একবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে, ২০২০ সালে। এর আগে ২০১৬ সালে ঘরের মাঠের টুর্নামেন্টে খেলেছিল সেমিফাইনালে।
একনজরে সফরসূচি :
২৪ এপ্রিল : প্রস্তুতি ম্যাচ
২৬ এপ্রিল : প্রথম যুব ওয়ানডে
২৮ এপ্রিল : দ্বিতীয় যুব ওয়ানডে
১ মে : তৃতীয় যুব ওয়ানডে
৩ মে : চতুর্থ যুব ওয়ানডে
৬ মে : পঞ্চম যুব ওয়ানডে
৮ মে : ষষ্ঠ যুব ওয়ানডে
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :