AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুবাইয়ে ভারত বনাম বিশ্ব একাদশ ম্য়াচে কারা জিতবে, আফ্রিদির ভবিষ্যদ্বাণী


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৪ পিএম, ১২ মার্চ, ২০২৫
দুবাইয়ে ভারত বনাম বিশ্ব একাদশ ম্য়াচে কারা জিতবে, আফ্রিদির ভবিষ্যদ্বাণী

ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্য়াম্পিয়ন্স ট্রফির খেতাব জয়ের পরে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের ভূয়সী প্রংশা করেন শাহিদ আফ্রিদি। তিনি স্পষ্ট জানান যে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফির পারফর্ম্যান্সের নিরিখে বিশ্ব একাদশ নির্বাচন করা হয় এবং সেই দলকে যদি দুবাইয়ে ভারতের বিরুদ্ধে খেলানো হয়, তাহলেও টিম ইন্ডিয়া সেই ম্যাচ জিতে যাবে।

আফ্রিদি এক্ষেত্রে ভারতীয় দলের ভারসাম্য দেখে বিস্ময় প্রকাশ করেন। তার মতে ভারতের ব্যাটিং লাইনআপ যেমন শক্তিশালী, তেমনই প্রাণঘাতী তাদের বোলিং আক্রমণ। ভারতের প্রথম একাদশে দুর্দান্ত সব অল-রাউন্ডার রয়েছে এবং ভারতের স্পিন আক্রমণ অত্যন্ত ধারালো।   

সাম্মা টিভির আলোচনায় আফ্রিদি বলেন, ‘ভারতীয় দলের দিকে তাকান, ওপেনার থেকে মিডল অর্ডার, অল-রাউন্ডার থেকে দুর্দান্ত সব স্পিনার এবং পেসার রয়েছে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্ব একাদশ গড়া হয় এবং সেই দলকে যদি দুবাইয়ে ভারতের বিরুদ্ধে খেলানো হয়, তাহলেও ভারতীয় দল সেই ম্যাচ জিতে যাবে।’

ভারত একই মাঠে সব ম্যাচ খেলায় একটু সুবিধা পেয়েছে বলে দাবি করেন আফ্রিদি। তবে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সেটা যে আসল কারণ নয়, তাও উল্লেখ করতে ভোলেননি পাক তারকা। আফ্রিদির মতে যথার্থ দল নির্বাচনই ভারতের সাফল্যের আসল কারণ। তিনি আরও জানান যে, ভারত চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল।  

আফ্রিদির কথায়, ‘ওরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। যখন আপনি ঘরোয়া ক্রিকটের পরিকাঠামো থেকে শুরু করে সব কিছুতে বিনিয়োগ করেন, ভালো ফলাফল আসবেই। পরিস্থিতির কথা মাথায় রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দল গড়ে ভারত, অসাধারণ ছিল। নির্বাচকদের প্রশংসা প্রাপ্য। তবে হ্যাঁ, ওরা যেহেতু একই মাঠে সব ম্যাচ খেলেছে, তাই পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা ছিল।’

প্রাক্তন পাক তারকা পরক্ষণেই যোগ করেন, ‘একই মাঠে সব ম্যাচ খেলা ভারতের সাফল্যের অন্যতম কারণ। তবে আসল কারণ হল ওদের দল নির্বাচন। আমি এটা জানি, কেননা আমি দুবাইয়ে খেলেছি। ওখানে স্পিনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ওদের দল নির্বাচন ছিল দুর্দান্ত।’

উল্লেখ্য, ভারত আগাগোড়া সব ম্যাচ জিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব হাতে তোলে। গ্রুপ লিগের তিনটি ম্যাচে ভারত পরাজিত করে যথাক্রমে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে। টিম ইন্ডিয়া সেমিফাইনালে হারিয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। ফাইনালে ফের কিউয়িদের পরাজিত করেন রোহিত শর্মার দল।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!