চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর ফের সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফেরার পর ৭ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করে আলো ছড়িয়েছেন তিনি। তবে ফের চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
গতকাল সোমবার (১০ মার্চ) ক্যাম্পেওনাতো পলিস্তার সেমিফাইনালে করিন্থিয়ানসের বিপক্ষে সান্তোসের ম্যাচে চোটের কারণে একাদশে ছিলেন না নেইমার। বেঞ্চে বসেই দেখেছেন দলের ২-১ গোলের পরাজয় ও বিদায়। কিন্তু ম্যাচের আগেই সমালোচনার মুখে পড়েন এই ফরোয়ার্ড।
সেমিফাইনালের আগে গত সপ্তাহে কার্নিভ্যাল দেখতে যাওয়ার কারণে নেইমারকে সমালোচনার শিকার হতে হচ্ছে। ৩ মার্চ সান্তোস-ব্রাগানতিনো ম্যাচে বদলি হিসেবে মাঠ ছাড়ার পরই তাকে দেখা যায় কার্নিভ্যাল প্যারেডে। চোটশঙ্কা নিয়েও পার্টিতে যাওয়াটা অনেকের চোখে পেশাদারিত্বের অভাব বলে মনে হয়েছে। জনপ্রিয় লেখক কাসাগ্রান্দে জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সে সেমিফাইনালের বদলে কার্নিভ্যালকে বেছে নিয়েছে। নেইমারের গত পাঁচ বছরের আচরণ আবার ফিরেছে। সে নিজের মজা ও আনন্দের জন্য পেশাদারির দিকও বদল ফেলে।

আরেক সাংবাদিক লিখেছেন, এটা সমর্থনযোগ্য নয়। সে ফুটবলকে গুরুত্ব দিয়ে দেখে না। এমনকি চোটও তার কার্নিভ্যালে যাওয়া ঠেকাতে পারেনি। অন্য এক ভক্তের মন্তব্য, সে কখনো বদলাবে না। অথচ বার্সা সমর্থকেরা তাকে দলে ফেরাতে চায়!
সমালোচনার মধ্যেই সান্তোস কর্তৃপক্ষ নেইমারের কান্নার ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় সেমিফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে আবেগঘন ভাষায় কথা বলছেন তিনি। নেইমার বলেন, এ ধরনের মুহূর্ত খুবই কঠিন। আমি সবদিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যদি সম্ভব হয়, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা জানেন না, মনের দিক থেকে মাঠে নামতে আমি কতটা উন্মুখ হয়ে আছি।
নিজের চোট নিয়ে ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, আমি যেকোনো মূল্যে মাঠে থাকতে চাই এবং দলকে সহায়তা করতে চাই। কিন্তু গত বৃহস্পতিবার আমি অস্বস্তি বোধ করি, যা আমাকে মাঠে নামা থেকে বিরত রেখেছে।
কোচ পেদ্রো কাইজিনহার পরামর্শে বেঞ্চে বসেছিলেন নেইমার। কিন্তু তা কোনো কাজে আসেনি, বেঞ্চ থেকেই সান্তোসের বিদায় দেখতে হয়েছে তাকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :