AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তান সিরিজে নেই নিউজিল্যান্ডের স্যান্টনার, রাচিন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:০৬ পিএম, ১২ মার্চ, ২০২৫
পাকিস্তান সিরিজে নেই নিউজিল্যান্ডের স্যান্টনার, রাচিন

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার-রাচিন রবীন্দ্রর মত প্রথম সারির ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

২২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে খেলবেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন এবং গ্লেন ফিলিপসহ বেশ কয়েকজন ক্রিকেটার। ফলে ১৬ মার্চ থেকে অনুষ্ঠিতব্য পাকিস্তান সিরিজে দলের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের পাবে না নিউজিল্যান্ড। 

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স-আপ হয় নিউজিল্যান্ড। দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন ব্রেসওয়েল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা সাতজন খেলোয়াড় আছেন টি-টোয়েন্টি সিরিজে।

গত বছর পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন ব্রেসওয়েল। প্রথবারের মত দেশের মাটিতে নেতৃত্বের সুযোগ পাওয়া ব্রেসওয়েল বলেন, ‘দেশের হয়ে অধিনায়কত্ব করা অনেক বড় সম্মান ও গর্বের বিষয়। সাদা বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে স্যান্টনার ভালো করেছে।

আমি তার সাফল্যকে অব্যাহত রেখে সামনে এগিয়ে যাবার চেষ্টা করব এবং ছেলেদের পারফর্ম করার জন্য উপভোগ্য পরিবেশ তৈরি করব।’

পাকিস্তানকে দলকে সমীহ করে ব্রেসওয়েল বলেন, ‘সংক্ষিপ্ত ফরম্যাটে সবসময়ই বিপজ্জনক দল পাকিস্তান। তাদের দলে অনেক ভালো মানের ব্যাটার ও গতির বোলার আছে।

আমরা জানি, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় তারা হতাশ। কিন্তু ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে তারা।’

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন পেসার বেন সিয়ার্স। এছাড়াও দলে ফিরেছেন স্পিনার ইশ সোধি, ফিন অ্যালেন, জিমি নিশাম এবং টিম সেইফার্ট। আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ দিয়ে প্রস্তুতি শুরু করছে নিউজিল্যান্ড।

 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!