মহিলাদের প্রিমিয়ার লিগে হেরে স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গেল হরমনপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্স। মঙ্গলবার প্রথমে ব্যাট করে মন্ধানারা করেন ৩ উইকেটে ১৯৯ রান। জবাবে হরমনপ্রীতেরা করলেন ৯ উইকেটে ১৮৮। মুম্বাই ১১ রানে হেরে যাওয়ায় মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনালে নিশ্চিত হয়ে গেল দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের মতো তাদেরও ৮ ম্যাচে সংগ্রহ ১০ পয়েন্ট। তবে নেট রান রেটে শীর্ষে রয়েছে দিল্লি। অন্য দিকে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হিসাবে এলিমিনেটরে জায়গা করে নিল গুজরাত জায়ান্টস।
বেঙ্গালুরুর প্রায় সব ব্যাটারি এ দিন রান করেছেন। সকলেই ছিলেন আগ্রাসী মেজাজে। ওপেন করতে নেমে মন্ধানা ৩৭ বলে ৫৩ রান করেন ৬টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে। অন্য ওপেনার সাব্বিনেনি মেঘনা করেন ১৩ বলে ২৬। ৪টি চার এবং ১টি ছয় মারেন তিনি। তিন নম্বরে নেমে এলিস পেরি খেলেন ৩৮ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস। ৫টি চার এবং ১টি ছক্কা মারেন তিনি। এ ছাড়া রিচা ঘোষের ব্যাট থেকে এসেছে ২২ বলে ৩৬ রানের ইনিংস। বাংলার উইকেটরক্ষক-ব্যাটার মেরেছেন ৫টি চার এবং ১টি ছয়। শেষ পর্যন্ত পেরির সঙ্গে ২২ গজে ছিলেন জর্জিয়া ওয়ারহ্যাম। তিনি ১০ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ব্যাট থেকেও ৫টি চার এবং ১টি ছয় এসেছে।
মুম্বাইয়ের কোনও বোলারই তেমন নজর কাড়তে পারলেন না ব্রেবোর্ন স্টেডিয়ামের ২২ গজে। হেইলি ম্যাথিউস ৩৭ রানে ২ উইকেট নিয়েছেন। ৪৭ রানে ১ উইকেট অ্যামেলিয়া কেরের।
জবাবে ব্যাট করতে নেমে ভাল লড়াই করেও জিততে পারল না মুম্বাই। কাজে এল না ন্যাট সিভার ব্রান্টের ৩৫ বলে ৬৯ রানের ইনিংস। ৯টি চার এবং ২টি ছয় মেরে তিনি চেষ্টা করলেও ২২ গজের অন্য প্রান্ত থেকে তেমন সাহায্য পেলেন না। ১৮ বলে ২০ রান করেন হরমনপ্রীত। এ ছাড়া মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে কিছুটা লড়াই করেন সজীবন সজনা। তিনি ১২ বলে ২৩ রানের ইনিংস খেলেন ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে।
বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সফলতম স্নেহ রানা ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ৩৩ রানে ২ উইকেট কিম গ্রাথের। ৫৩ রানে ২ উইকেট পেরির। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হেথার গ্রাহাম এবং ওয়ারহ্যাম। শেষ ম্যাচ জিতেও গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু পয়েন্ট তালিকায় চার নম্বরে শেষ করল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :