চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের পর সাদা বলের ক্রিকেটের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তাকেই সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হতে পারে। অধিনায়ক হওয়ার ইচ্ছা রয়েছে স্টোকসেরও।
২০১৯ সালে অইন মর্গ্যানের নেতৃত্বে এক দিনের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তিনি দায়িত্ব ছাড়ার পর সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছিল বাটলারকে। তার নেতৃত্বে ইংল্যান্ড ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ম্যাচ হেরে বিদায় নেয় ইংল্যান্ড। যে হার মেনে নিতে পারেননি বাটলার। তিনি সাদা বলে আর নেতৃত্ব দেবেন না বলে জানিয়ে দেন। তার পরেই নতুন অধিনায়কের খোঁজে ইংল্যান্ড।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি চেয়েছিলেন সাদা বলেও ইংল্যান্ডের দায়িত্ব নিন স্টোকস। রব বলেন, “সাদা বলের নেতৃত্ব নিয়ে আমার সঙ্গে স্টোকসের কথা হয়নি। একটি বৈঠকের দিন বলছিলাম যে, সাদা বলের নেতৃত্ব দেওয়া হতে পারে ওকে। ও সেই সময় থাম্বস-আপ ইমোজি পাঠায়। মনে হচ্ছে, ওর সম্মতি রয়েছে। আমি যদিও এখনও ওকে প্রস্তাব দিইনি।”
ইংল্যান্ডের কোচ এখন ব্রেন্ডন ম্যাককালাম। একটা সময় তিনি শুধু টেস্ট দলের কোচ ছিলেন। এখন ইংল্যান্ডের সব ফরম্যাটেই কোচ ম্যাককালাম। যদি স্টোকসকে দায়িত্ব দেওয়া হয়, তা হলে সব ধরনের ক্রিকেটে এক জন অধিনায়ক হবে ইংল্যান্ডের। রব এর আগে বলেছিলেন, “বেন স্টোকস আমার দেখা অন্যতম সেরা অধিনায়ক। তাই ওকে বাদ রাখা বোকামি হবে। দেখা যাক কী হয়।”
২০২২ সালে এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক। পরে যদিও ২০২৩ সালের এক দিনের ক্রিকেট বিশ্বকাপের আগে তিনি আবার দলে ফিরেছিলেন। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :