AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে কে কার মুখোমুখি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২২ এএম, ১৩ মার্চ, ২০২৫
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে কে কার মুখোমুখি

নতুন নিয়মের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে প্রথমদিকে কিছু সংশয় ছিল, তবে এখন পর্যন্ত এই লিগ ফুটবল ভক্তদের মোটেই নিরাশ করেনি। রাউন্ড অব সিক্সটিনে থেকেই দুর্দান্ত ম্যাচের ধারাবাহিকতা দেখে স্বাগতিকরা মুগ্ধ হয়েছেন, যেখানে লিভারপুল ও অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে টাইব্রেকারের মোকাবেলায় বিদায় নিয়েছে।

শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালে কোন দল জায়গা করে নিয়েছে এটা সকলেই জেনে গেছে। এবার কে কার মুখোমুখি হচ্ছে কোয়ার্টারে এটা জেনে নেয়া যাক। 

গত আসরের রানার্সআপ দল বরুশিয়া ডর্টমুন্ড খেলবে বার্সেলোনার বিপক্ষে। এদিকে আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান। প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে। আরেক লড়াইয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি।

কোয়ার্টারের প্রতিটি ম্যাচ উত্তেজনা ছড়ানোর আভাস দিচ্ছে। তবে সবার নজরে থাকবে বায়ার্ন ও ইন্টার এবং আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের ম্যাচটি। ২০০৯-১০ আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লড়েছিল ইন্টার ও বায়ার্ন। সেবার বায়ার্নকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল ইতালিয়ান ক্লাবটি। আর ২০০৫-০৬ মৌসুমে শেষ ষোলো থেকে রিয়ালকে বিদায় করেছিলো গানাররা।  

শেষ আটের প্রথম লেগ হবে ৮ ও ৯ এপ্রিল, ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগ।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ
বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান
পিএসজি-অ্যাস্টন ভিলা
আর্সেনাল-রিয়াল মাদ্রিদ

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!