AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্স দলে ফিরলেন এমবাপ্পে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১৪ পিএম, ১৪ মার্চ, ২০২৫
ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্স দলে ফিরলেন এমবাপ্পে

ক্রোয়েশিয়ার বিপক্ষে চলতি মাসে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এদিকে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন পিএসজির টিনএজার ডিজায়ার ডুয়ে।অক্টোবর ও নভেম্বরে নেশন্স লিগের গ্রুপ পর্বের দুই ম্যাচে কোচ দিদিয়ের দেশ্যম ২৬ বছর বয়সী এমবাপ্পেকে বাদ দিয়েছিলেন। রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার প্রথমে ফিটনেসের অভাবে বাদ পড়েছিলেন। যদিও পরবর্তীতে জানানো হয় বাদ পড়ার পিছনে এমবাপ্পের ব্যক্তিগত কারন দায়ী। 

দেশ্যম জানিয়েছেন তারকা এই স্ট্রাইকারকে ঘিড়ে চারিদিকে যে ধরনের আলোচনা শুরু হয়েছিল তাতে দলের সর্বোচ্চ স্বার্থের কথা বিবেচনা করেই এমবাপ্পেকে বাদ দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর থেকে রিয়ালের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এমবাপ্পে। গত বছর রিয়ালের যোগ দেবার পর সব ধরনের প্রতিযোগিতায় এ পর্যন্ত করেছেন ২৮ গোল।

এমবাপ্পের অধিনায়ক হিসেবে বর্তমানের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে দেশ্যম বলেন, ‘আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি। কয়েক সপ্তাহ আগে আমি যেটা বলেছিলাম সেটাই নিশ্চিত করে বলছি এমবাপ্পেই দলের অধিনায়ক থাকবেন।’

এদিকে ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবেই বৈচিত্র্যময় ডুয়েকে দলে নেয়া হয়েছে বলে দেশ্যম স্বীকার করেছেন। ১৯ বছর বয়সী এই বিস্ময়বালক মধ্য ডিসেম্বর থেকে পিএসজির হয়ে নিয়মিত মাঠে নামার সুযোগ পেয়ে ২৩ ম্যাচে করেছেন ১৭ গোল। উইঙ্গার পজিশন ছাড়াও মিডফিল্ডেও ডুয়ে সমান পারদর্শী। মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগে বদলী বেঞ্চ থেকে উঠে এসে দুর্দান্ত খেলেছেন ডুয়ে। পেনাল্টি শ্যুট-আউট থেকে তিনি প্রথম গোলটি করেছিলেন।

আগস্টে রেনে থেকে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন ডুয়ে। গত বছর প্যারিস অলিম্পিকে রৌপ্য জয়ী ফরাসি অনুর্ধ্ব-২৩ দলের কোচ থিয়েরি অঁরির দলে ছিলেন ডুয়ে।

দেশ্যম বলেছেন, ‘ক্লাবের হয়ে তিনি সবসময়ই মূল দলে খেলেননা। কিন্তু যখনই সে মাঠে নামে তখনই নিজেকে প্রমানে ব্যস্ত রাখে। সে বয়সে এখনো তরুণ, কিন্তু সে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। আমি হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে পারতাম। কিন্তু আমি তাকে এখনই ডেকেছি। কারন আমি মনে করি এটাই সঠিক সময়।’

এই দল থেকে বাদ পড়েছেন এন’গোলো কান্তে। সৌদি আরবের পেশাদার লিগে খেলা তারকা এই মিডফিল্ডার সামান্য পেশীর ইনজুরিতে ভুগছেন বলে দেশ্যম জানিয়েছেন।

বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে ফ্রান্স। ২৩ মার্চ ফিরতি লেগে স্তাদে দি ফ্রান্সে দ্বিতীয় লেগে ক্রোয়েটদের আতিথ্য দিবে। কোয়ার্টার ফাইনালে বিজয়ী দল ফাইনাল ফোরে উন্নীত হবে। জুনে জার্মানী অথবা ইতালিতে অনুষ্ঠিত হবে ফাইনালের লড়াই।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!