AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দু’বছরের কন্যাকে হারালেন হজরতুল্লাহ জাজাই


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১০ পিএম, ১৪ মার্চ, ২০২৫
দু’বছরের কন্যাকে হারালেন হজরতুল্লাহ জাজাই

আফগানিস্তানের ক্রিকেট মহলে শোকের আবহ। দু’বছরের কন্যাকে হারালেন আফগান ব্যাটার হজরতুল্লাহ জাজাই। আফগানিস্তানের জাতীয় দলের সদস্য করিম জানাত সমাজমাধ্যমে এই দুঃসংবাদ দিয়েছেন।

পারিবারিক দুর্ঘটনার কথা জাজাই নিজে কাউকে জানাননি। বিষয়টি জানাজানি হয়েছে জানাত সমাজমাধ্যমে জাজাই এবং তার পরিবারকে সমবেদনা জানানোয়। দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ সমবেদনা জানিয়েছেন ২৬ বছরের আফগান ব্যাটারকে।

জানাত সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘সকলের মতো আমিও অত্যন্ত শোকাহত। ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতুল্লাহ জাজাই তার শিশুকন্যাকে হারিয়েছে। অবিশ্বাস্য এই কঠোর সময় ওর এবং ওর পরিবারের জন্য আমার হৃদয় বেদনায় কাতর। প্রার্থনা করি এই মর্মান্তিক কঠিন সময়ের মধ্যে যাওয়ার শক্তি পাক ওরা। জাজাই এবং ওর পরিবারের সকলকে সমবেদনা জানাই।’’ ঠিক কী কারণে জাজাইয়ের শিশুকন্যার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। দেশের হয়ে এখনও পর্যন্ত ১৬টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। গত বছর ডিসেম্বরে শেষ জাতীয় দলের হয়ে খেলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দলেও জায়গা পাননি তিনি।

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!