AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরচ্যারীর পথচলা শুরু


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:১৩ পিএম, ১৫ মার্চ, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরচ্যারীর পথচলা শুরু

বাংলাদেশের আরচ্যারীতে যোগ হলো নতুন এক অধ্যায়। প্রথম বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আরচ্যারী। দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ শুরু হলো আরচ্যারীর পথচলা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল আরচ্যারী। এর ফলে এখন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আরচ্যারী খেলার সুযোগ পাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আরচ্যারীর শুরুর কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। উপাচার্যের হাতে তীর ধনুক তুলে দেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ ফরিদুল ইসলাম, আরচ্যারী ফেডারেশনের কোষাধ্যক্ষ আনিসুর রহমান, ফেডারেশনের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির আহবায়ক ফারুক ঢালী, কার্যনির্বাহী কমিটির সদস্য সোহেল আকরাম ও শেখ মোঃ আজিজুর রহমান বাচ্চু এবং আরচ্যারীর জাতীয় কোচ মার্টিন ফ্রেডরিক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরচ্যারীর ভালো সম্ভাবনা দেখছেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। ‍‍`রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩০ হাজার এর উপর ছাত্র ছাত্রী আছে। সঠিক অনুশীলন ও সুযোগ-সুবিধা দিতে পারলে এখান থেকে দক্ষ আরচ্যার বেরিয়ে আসার সুযোগ রয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের আরচ্যাররা খুব ভালো করছে। আমরাও সেই অগ্রযাত্রায় অংশীদার হতে চাই। আমরা মনে করছি আমাদের ছেলেমেয়েরা আরচ্যারী খেলাকে স্বাগত জানাবে।‍‍`

আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জানিয়েছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে বাংলাদেশ থেকে খেলার সুযোগ রয়েছে। সেই সুযোগ এখন কাজে লাগানো উচিত। ‍‍`অলিম্পিক গেমস যেমন হয় তেমনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসও হয়। আমরা যদি অলিম্পিকে খেলতে পারি, এশিয়ান গেমস খেলতে পারি, সাউথ এশিয়ান গেমসে খেলতে পারি, ইন্টারন্যাশনাল স্কুল গেমস খেলতে পারি, তাহলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে কেন নয়।‍‍`

দেশের সব বিশ্ববিদ্যালয়ে আরচ্যারী চালুর কথা জানিয়েছেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।‍‍` আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরচ্যারী শুরু করেছি, দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহীতে আসলাম। এরপর আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাব। বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতেই আমরা আরচ্যারী চালু করব।‍‍`

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!