AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই সপরিবার মালদ্বীপে রোহিত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫১ পিএম, ১৫ মার্চ, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই সপরিবার মালদ্বীপে রোহিত

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেছেন কিছু দিন আগেই। মাঝের বিরতিতে ছুটি কাটাতে গেলেন রোহিত শর্মা। পরিবার নিয়ে মালদ্বীপে গিয়েছেন ভারতের অধিনায়ক। সেই ছবি পোস্ট করেছেন নিজেই।

স্ত্রী রিতিকা, কন্যা সামাইরা এবং পুত্র অহানকে নিয়ে মলদ্বীপে গিয়েছেন রোহিত। শুক্রবার একাধিক ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। সেখানে ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত দেখা গিয়েছে। কখনও বিলাসবহুল জাহাজে, কখনও সমুদ্রসৈকতে আবার কখনও স্ত্রী-সন্তানকে হোটেলের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে।  

আইপিএলের প্রায় সব দলই অনুশীলন শুরু করে দিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে যারা ছিলেন তাদের অনেকে একটু দেরি করে শিবিরে যোগ দেবেন। যেমন কলকাতা দলে এখনও যোগ দেননি বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। রোহিতও তেমনই একটু লম্বা বিরতি নিয়েছেন। আগামী সপ্তাহেই মুম্বাই দলে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

CricketTimes.com - Rohit Sharma with his wife Ritika Sajdeh in Maldives For  more cricket fun click: http://crickettrolls.com | Facebook

আইপিএলে প্রথম ম্যাচেই বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই। ২৩ মার্চ চিদম্বরম স্টেডিয়ামে তাঁদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। এর পর ২৯ মার্চ অহমদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে তারা। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে ৩১ মার্চ, কেকেআরের বিরুদ্ধে।

রোহিত বিশ্রাম নিলেও অধিনায়ক হার্দিক পাণ্ড্য সে পথে হাঁটেননি। তিনি ইতিমধ্যেই মুম্বাই শিবিরে যোগ দিয়েছেন। তাঁকে মহিলাদের প্রিমিয়ার লিগের মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!