লিগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের মুখ দেখতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। তবে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় ক্যারিবিয়ান দল। ফলে কুমার সাঙ্গাকারার নেতৃত্বাধীন শ্রীলঙ্কাকে ছিটকে দিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে ক্যারিবিয়ান দল। সুতরাং, মাস্টার্স লিগের ফাইনালে দেখা যাবে শচিন বনাম লারার দ্বৈরথ। কেননা টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে উঠেছে ইন্ডিয়া মাস্টার্স।
শুক্রবার রায়পুরে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে শ্রীলঙ্কা দলনায়ক সাঙ্গাকারা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবিয়ান দলকে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৯ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন দীনেশ রামদিন। তিনি ২২ বলে ৫০ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন। রামদিন মোট ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩৩ বলে ৪১ রান করে রিটায়ার্ড আউট হন ক্যাপ্টেন ব্রায়ান লারা। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ২০ বলে ৩১ রান করেন চাডউইক ওয়াল্টন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
উইলিয়াম পারকিনস ৪টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ২৪ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৭ রান করেন লেন্ডল সিমন্স। খাতা খুলতে পারেননি ডোয়েন স্মিথ। ৪ বলে ২ রান করে নট-আউট থাকেন অ্যাশলে নার্স। শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট নেন নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস ও আসেলা গুণরত্নে।
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাস্টার্স ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৩ রানে আটকে যায়। অর্থাৎ, ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। দল হারায় ব্যর্থ হয় গুণরত্নের লড়াকু হাফ-সেঞ্চুরি। তিনি ৪২ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। ২২ বলে ৩০ রান করেন উপুল থরঙ্গা। তিনি ৫টি চার মারেন। ক্যাপ্টেন সাঙ্গাকারা ১৭ ও ইসুরু উদানা ২১ রানের যোগদান রাখেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে ২৭ রান খরচ করে ৪টি উইকেট নেন টিনো বেস্ট। ২টি উইকেট নেন ডোয়েন স্মিথ। ১টি করে উইকেট সংগ্রহ করেন অ্যাশলে নার্স, জোরমি টেরল ও লেন্ডল সিমন্স। ম্যাচের সেরা হন টিনো বেস্ট।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :