আইপিএল শুরুর এক সপ্তাহ আগে সুখবর সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। মাঠে নামার জন্য প্রস্তুত অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। চোটের জন্য গত জানুয়ারির শেষ দিক থেকে মাঠের বাইরে থাকা নীতীশকে হায়দরাবাদের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়া অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
চোট সারিয়ে ফিট হওয়ার জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) ছিলেন নীতীশ। এনসিএর চিকিৎসক, ট্রেনারদের পরামর্শ মেনে তরুণ অলরাউন্ডার এখন ফিট। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ইয়ো ইয়ো-সহ ফিটনেস সংক্রান্ত নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তাই তার মাঠে নামতে আর কোনও বাধা নেই। এনসিএর সবুজ সঙ্কেত পেয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে পেশিতে চোট পেয়েছিলেন।
গত বছর আইপিএলে হায়দরাবাদের হয়ে ১৩টি ম্যাচে ৩০৩ রান করেছিলেন নীতীশ। তার স্ট্রাইট রেট ছিল ১৪৩। আইপিএলের গত নিলামের আগে তাকে ৬ কোটি টাকা দিয়ে ধরে রেখেছিলেন হায়দরাবাদ কর্তৃপক্ষ। প্রতিযোগিতা শুরুর আগে ২১ বছরের ক্রিকেটার ফিট হয়ে যাওয়ায় স্বস্তি পাবেন প্যাট কামিন্সেরা। দু’এক দিনের মধ্যেই দলের শিবিরে যোগ দেওয়ার কথা তাঁর।
গত বর্ডার-গাভাস্কার ট্রফিতেও ব্যাট হাতে নজর কেড়েছিলেন নীতীশ। মেলবোর্নে চতুর্থ টেস্টে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার। জোরে বোলার হিসাবেও কার্যকর ভূমিকা নিতে পারেন তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :