AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেজাজ হারালেন যুবরাজ, মাঠেই বিপক্ষ ক্রিকেটারের সঙ্গে ঝগড়া


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৩ পিএম, ১৭ মার্চ, ২০২৫
মেজাজ হারালেন যুবরাজ, মাঠেই বিপক্ষ ক্রিকেটারের সঙ্গে ঝগড়া

টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং বরাবরই তাঁর ঝোড়ো ব্যাটিং এবং আক্রমণাত্মক মনোভাবের জন্য পরিচিত। তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন, তখন যুবরাজের এই আগ্রাসী মনোভাব শুধু তাঁর ব্যাটেই নয়, বরং বডি ল্যাঙ্গোয়েজ এবং কার্যকলাপেও প্রকাশ পেত। অনেক সময়েই অন্য দলের খেলোয়াড়দের সঙ্গেও তাঁর বিরোধ লেগে যেত। যুবরাজ হয়তো এখন অবসর নিয়েছেন, কিন্তু তাঁর ভিতরের আগ্রাসন এখনও অটুট রয়েছে। তারই উদাহরণ পাওয়া গেল আন্তর্জাতিক মাস্টার্স লিগের ফাইনালে, যখন তারকা ভারতীয় অলরাউন্ডার এবং ওয়েস্ট ইন্ডিজের মাস্টার্স বোলার টিনো বেস্টের মধ্যে ঝামেলা শুরু হয়।

বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে অনেক ক্রিকেট লিগ চলছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন দলের প্রাক্তন বিখ্যাত খেলোয়াড়দের এই টি-টোয়েন্টি লিগে খেলতে দেখা যায়। এই খেলোয়াড়রা যখন তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ারে একে অপরের মুখোমুখি হত, তখন নানা ঝামেলা, লড়াইয়ে জড়াতেন, তখন অনেক সময়েই উত্তপ্ত হয়ে উঠত ২২ গজ। কিন্তু অবসরের পর এই ম্যাচগুলি সাধারণত বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, তবে এবারের মাস্টার্স লিগের ফাইনালে যুবি এবং টিনোর মধ্যে যে ঝামেলা হয়েছে, সেটা কেউ আশা করেননি।

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের ফাইনাল ম্যাচে যুবরাজ ও টিনো বেস্ট ঝামেলায় জড়ান। ঘটনাটি ঘটেছে ইন্ডিয়া মাস্টার্সের ব্যাটিংয়ের সময়। ভারতীয় দল এই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্য তাড়া করে সহজেই জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে ১৪তম ওভারের প্রথম ডেলিভারির পর যুবরাজ এবং ওয়েস্ট ইন্ডিজের পেসার বেস্টের মধ্যে তুমুল ঝামেলা লাগে। 

অ্যাশলে নার্সের বলে অম্বাতি রাইডু ছক্কা হাঁকান। আর বলটি মাঠের বাইরে যাওয়ার পর, ৩০-গজ বৃত্তের ভিতরে ফিল্ডিং করা টিনোকে কিছু খোঁচান যুবরাজ। ৪৩ বছর বয়সী ক্যারিবিয়ান তারকাও পিছপা হননি। তিনি পালটা জবাব দেন। আর এর পরেই দু‍‍`জনের মধ্যে তীব্র ঝামেলা বেঁধে যায়। দু‍‍`জনেই মুখোমুখি উত্তপ্ত মেজাজে ঝগড়া করছিলেন। এবং তাঁরা এতটাই ঝামেলায় জড়ান যে, অন্য খেলোয়াড়রা তা থামাতে একেবারে হিমশিম খেয়ে যান। শেষ পর্যন্ত কোনও রকমে বিষয়টি শান্ত করা হয়।

ব্রায়ান লারার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দল প্রথমে ব্যাট করে ১৪৮ রান করে। দলের হয়ে লেন্ডল সিমন্স সর্বোচ্চ ৫৭ রান করেন এবং ভারতীয় দলের হয়ে পেসার আর বিনয় কুমার সর্বোচ্চ ৩ উইকেট নেন। জবাবে, অম্বাতি রায়ডুর বিস্ফোরক ৭৪ রানের (৫০ বলে) হাত ধরে ইন্ডিয়া মাস্টার্স ১৮তম ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৬ উইকেটে উইন্ডিজকে হারিয়ে ট্রফি জিতে নেয় শচিন টেন্ডুলকারের দল।   


একুশে সংবাদ/ এস কে

Link copied!