যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাসের মাঠে পাওয়ারহিটিংয়ের প্রস্তুতি চলছিল নাইটদের। রভম্যান পাওয়েল বেশ কিছু ছক্কা হাঁকিয়ে উঠে যাওয়ার পরে প্যাড পরে আসেন সুনীল নারাইন। মেন্টর ডোয়েন ব্র্যাভো নেট বোলারদের নিয়ে বল করতে আসেন নারাইনকে। শুরুর কিছু বল ব্যাটের মাঝখান দিয়ে খেলে নেন। তার পরে থেকে শুরু হয় তার তাণ্ডব লীলা।
মনে হচ্ছিল, গত মৌসুমের ছন্দ এখনও ধরে রেখেছেন নারাইন। এক নেট বোলার লেগ স্টাম্পে বল করেন নারাইনকে। সেই বল মাঠের মধ্যে আর রাখেননি ক্যারিবিয়ান তারকা। মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া খালে গিয়ে পড়ে বলটি। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সেই শট দেখে বিস্মিত। মেন্টর ব্র্যাভোও দৌড়ে গিয়ে হাত মেলান নারাইনের সঙ্গে। ক্যারিবিয়ান ওপেনার বুঝিয়ে দেন, এ বারও বড় রান অপেক্ষা করছে তার ব্যাটে।
ব্র্যাভো যখন বল করছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ‘চ্যাম্পিয়ন.. চ্যাম্পিয়ন’ গেয়ে তাকে উৎসাহ দিচ্ছিলেন। অনুশীলন শেষ হওয়ার পরে ব্র্যাভো ছুটে যান তাদের সঙ্গে ছবি তুলতে। ভক্তদের মাঝেই গেয়ে ওঠেন, ‘‘কোহলি আ চ্যাম্পিয়ন, কোহলি আ চ্যাম্পিয়ন।’’
ব্র্যাভোর গানের সঙ্গে নেচে ওঠেন উপস্থিত ভক্তরা। ব্র্যাভো বুঝিয়ে দেন, মৌসুম শুরু হওয়ার আগেই তিনি নাইট-সমর্থকদের মন জয় করে নিয়েছেন। তার ‘চ্যাম্পিয়ন’ গান সারা বিশ্বে জনপ্রিয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হওয়ার পরে এই গান তৈরি করেছিলেন ব্র্যাভো। এ বার কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব ধরে রাখতে পারলে, আরও একটি গান তৈরি করার কথা দিয়েছেন ‘ডিজে’। যার একটি ঝলক দেখিয়ে যান রবিবার।
ব্র্যাভোকে ঘিরে ধরে নিজস্বী তুলতে থাকেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের দেখে স্থানীয় নেট বোলাররাও যোগ দেন সেই নিজস্বীর ভিড়ে। ব্র্যাভো এক জনকেও ফেরালেন না। প্রত্যেকের সঙ্গে নিজস্বী তুলে চলে যান ড্রেসিংরুমে।
সোমবার আরও একটি প্রস্তুতি ম্যাচ ইডেনে। সেই ম্যাচে খেলতে দেখা যাবে স্পেনসার জনসনকে। রবিবারই নাইট শিবিরে যোগ দিয়েছেন তিনি। আজ, সোমবার দলে যোগ দেবেন সি ভি বরুণ ও হর্ষিত রানা।
রবিবার বিশ্রামে ছিলেন আন্দ্রে রাসেল, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংহ, অনরিখ নখিয়া, বৈভব অরোরা-রা। টিম হোটেলে সুইমিং সেশনে ব্যস্ত ছিলেন তারা। রাতের দিকে নাইট শিবির থেকে খবর দেওয়া হয়, চোটের জন্য চলতি মৌসুমে আর খেলতে পারবেন না উমরান মালিক। তার পরিবর্তে দলে নেওয়া হল চেতন সাকারিয়াকে।
নাইটদের টিম হোটেলে এ দিন নতুন জার্সির ফটোশুটও করেন রিঙ্কু সিংহরা। নাইট সূত্রের খবর, পুরনো কালো ও সোনালি রংয়ের জার্সি ফেরানো হতে পারে আসন্ন মউসুমে। রিঙ্কুদের সেই রংয়ের জার্সি পরেই ছবি তুলতে দেখা গিয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :