বোলারদের দাপটে প্রথম টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে ডাবল লিডের লক্ষ্যে আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে কিউইরা। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য সফরকারী পাকিস্তানের। ডানেডিনে বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম পর্ব থেকে ছিটকে যাবার দুঃস্মৃতি নিয়ে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে পাকিস্তান। দলের সেরা দুই খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমকে বাইরে রেখে নতুনভাবে শুরুর লক্ষ্যে নিউজিল্যান্ড সফরের জন্য দল সাজিয়েছিল তারা।
কিন্তু প্রথম ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেটে হারের লজ্জায় ডুবে পাকিস্তান। ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করে ১৮.৪ ওভারে ৯১ রানে অলআউট হয় পাকিস্তান। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রান পাকিস্তানের।
দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের আরও দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান। তিনি বলেন, ‘ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচ হারতে হয়েছে আমাদের। দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। ব্যাটাররা বড় রান এনে দিলেই বোলাররা লড়াই করার সুযোগ পাবে। আশা করি, দ্বিতীয় ম্যাচে ভালো করবে ব্যাটাররা।’
প্রথম ম্যাচের সাফল্য ধরে রেখে সিরিজে ডাবল লিড লক্ষ্য নিউজিল্যান্ডের। সিরিজে সমতা ফেরাতে পাকিস্তান ঘুরে দাঁড়াবে বলে মনে করেন কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা তিন বিভাগেই ভালো করেছি। বিশেষভাবে বোলাররা। প্রতিপক্ষকে ৯১ রানে অলআউট করে দেওয়ার জন্য তাদের প্রশংসা করতেই হয়। প্রথম ম্যাচে খারাপ করলেও দ্বিতীয় ম্যাচেই নিজেদের সেরা ফর্মে ফিরবে পাকিস্তান। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের লক্ষ্য থাকবে জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে ডাবল লিড নেওয়া।’
এখন পর্যন্ত ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। পাকিস্তানের জয় ২৩টিতে ও নিউজিল্যান্ড জিতেছে ২০টিতে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :