আসন্ন আইপিএলের অন্যতম আকর্ষণ হতে পারে বৈভব সূর্যবংশী। বিহারের ১৩ বছরের ব্যাটারকে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। কোচ রাহুল দ্রাবিড়ের নজরদারিতে প্রস্ততি নিচ্ছে সে। ব্যাট হাতে কিশোর ক্রিকেটারেরা তাণ্ডবে মুগ্ধ রাজস্থান শিবির। অনুশীলনে তার আগ্রাসী ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।
আইপিএলের নিলামেই নজির গড়েছিল বৈভব। এত কম বয়সে তার আগে কোনও ক্রিকেটার আইপিএলে দল পায়নি। কিশোর প্রতিভাকে মূলত ভবিষ্যতের বিনিয়োগ হিসাবে দলে নিয়েছিলেন রাজস্থান কর্তৃপক্ষ। দ্রাবিড় বলেছিলেন, সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে বৈভবকে পরিণত ক্রিকেটার করে তুলবেন তারা। এক ঝাঁক তারকা ক্রিকেটারের ভিড়ে রাজস্থানের প্রথম একাদশে বৈভবের জায়গা নিশ্চিত নয়। তবু প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না সে।

রাজস্থান কর্তৃপক্ষ বৈভবের অনুশীলনের একটি ভিডিও ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, দলের কোনও বোলারকেই রেয়াত করছে না ১৩ বছরের বাঁহাতি ব্যাটার। অনায়াসে একের পর এক বল মাঠের বাইরে পাঠাচ্ছে বৈভব। মাঠের সব দিকে চার-ছক্কা মারছে। বৈভবের আগ্রাসী ব্যাটিং মন কেড়েছে রাজস্থান শিবিরেরও।
রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন খুদে সতীর্থ সম্পর্কে বলেছেন, ‘‘বৈভবকে খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছে। রাজস্থান রয়্যালস অ্যাকাডেমির মাঠে বড় বড় ছক্কা মারছে। ওর আগ্রাসী ব্যাটিং নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। খুব জোরে বল মারতে পারে। খুবই প্রতিভাবান ব্যাটার। তবে ওর বয়সের কথা মাথায় রাখতে হবে আমাদের। দাদার মতো আগলে রাখার চেষ্টা করছি বৈভবকে।’’

দলের কনিষ্ঠতম সদস্যকে অধিনায়ক হিসাবে কি কোনও পরামর্শ দিয়েছেন? সঞ্জু বলেছেন, ‘‘আমার লক্ষ্য থাকে সাজঘরের পরিবেশ সকলের জন্য সহজ রাখা। ইতিবাচক আবহ রাখার চেষ্টা করি সব সময়। সকলের পাশে থাকার চেষ্টা করি অধিনায়ক হিসাবে। আমার মতে বৈভব আইপিএলের মতো বড় মঞ্চের জন্য প্রস্তুত। ও পারবে বলেই মনে হয়। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’’
বৈভবের দিকে আলাদা নজর রয়েছে কোচ দ্রাবিড়েরও। কোনও ভুল দেখলে আলাদা করে বুঝিয়ে দিচ্ছেন। বৈভবও হাসি খুশি রয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :