জুনাইদ জাফর খান নামে অ্যাডিলেইডের এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। জানা গেছে, তীব্র গরমে মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন তিনি।
পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের বয়স চল্লিশের কাছাকাছি। কনকর্ডিয়া কলেজ ওভালে মাঠে গত শনিবার প্রিন্স আলফ্রেড ওল্ড কলেজিয়ানের বিপক্ষে ওল্ড কনকরডিয়ানসের হয়ে খেলতে নেমেছিলেন জাফর খান। কিন্তু স্থানীয় সময় বিকেল ৪টায় হঠাৎ অসুস্থ বোধ করেন। মাঠে থাকা প্যারামেডিকদের চেষ্টার পরও ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
ব্যুরো অব মিটিওরোলোজি জানিয়েছে ঘটনার সময় অ্যাডিলেইডের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। অ্যাডিলেইড টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়মানুযায়ী ৪২ ডিগ্রি সেলসিয়াস পার করলে ম্যাচ বাতিল করতে হয়। ৪০ ডিগ্রি পার হলে পরিবর্তিত কন্ডিশনে খেলা চালানো যায়।
ওল্ড কনকরডিয়ানস ক্লাব বিবৃতিতে জানিয়েছে, ‘আজ কনকর্ডিয়া কলেজ ওভালে খেলার সময় একটি মেডিক্যাল এপিসোডের শিকার হন। ওল্ড কনকরডিয়ানস ক্লাবের মূল্যবান সদস্যের বিদায়ে আমরা গভীরভাবে শোকাহত। প্যারামেডিকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি সমবেদনা।’
২০১৩ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় যান জাফর খান। টেক শিল্পখাতে কাজের ভিসায় অস্ট্রেলিয়া পাড়ি জমান তিনি। তাঁর সতীর্থ ও বন্ধু হাসান আঞ্জুম বলেছেন, ‘এটা অনেক বড় ক্ষতি, জীবনে আরও বড় কিছু করার কথা ছিল ওর।’
দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবদাহ চলছে। গত শনিবার তাপমাত্রা নাকি ৪১.৭ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। ডেইলি মেইলকে তাঁর এক বন্ধু বলেছেন, রোজা রেখে খেলছিলেন খান। তবে অসুস্থ বোধ করায় পানি পান করছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :