বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাড়ি— যেখানেই যাচ্ছেন হামজা চৌধুরী, সেখানেই তাকে ঘিরে উন্মাদনা লক্ষ্য করছেন। হাজারো মানুষ ভিড় করছেন তার বাড়ির সামনে, ফুলের তোড়া, ফ্লেয়ার ও পতাকা দিয়ে তাকে বরণ করা হচ্ছে। বাংলাদেশে ফিরে ক্রীড়াঙ্গনে তিনি যেন এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
হামজাই কি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা? গত কয়েক দিন ধরে এই আলোচনাও আছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর তুলনাটা হচ্ছে মূলত ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে। দুজনের মধ্যে কার বেশি খ্যাতি, এ নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে—তখন প্রশ্নটা পৌঁছে গেছে হামজার কাছেও।
আজ সন্ধ্যায় হবিগঞ্জের বাড়িতে এই প্রশ্ন শুনে হেসে ফেলেন হামজা। এরপর তিনি বলেছেন, ‘আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগাস্টার। সে বিশ্ব লেভেলে অনেক বছর বছর ডমিনেট করেছে। আমার মনে হয় না… (তার সঙ্গে তুলনা করা ঠিক)।’
অনেকেই ভাবতে পারেন, হামজার এই উত্তর হয়তো শুধুই বিনয়। কিন্তু সাকিব আল হাসানকে ভালোভাবেই চেনেন হামজা। তাঁর খেলাও দেখেছেন। সাকিব যে বাংলাদেশের কত বড় তারকা, তা হামজা টের পেয়েছেন বাংলাদেশে পা রাখার আগেই।
২০২০ সালে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সাকিব অনেক উঁচু মানের খেলোয়াড়। ব্যাটিং–বোলিং দুটোতেই ভালো। বড় ম্যাচে ও কঠিন মুহূর্তে ভালো খেলতে পারেন। তাঁর ব্যক্তিত্ব আমার ভালো লাগে। তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা। বাংলাদেশের খেলা থাকলে আমি সব সময় আপডেট নেওয়ার চেষ্টা করি।’
ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি একাডেমিতে বেড়ে উঠেছেন হামজা। খেলেছেন ক্লাবটির মূল দলের হয়েও। বর্তমানে ধারে তাঁর ঠিকানা শেফিল্ড ইউনাইটেড। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা হামজার।
একুশে সংবাদ/দ.প/এনএস
আপনার মতামত লিখুন :