গোঁড়ালির ইনজুরির কারণে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফ্রান্স দল থেকে ছিটকে গেছেন মার্কোস থুরাম। ফ্রান্সের মেডিকেল টিম এই তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ২৯ ম্যাচে দুই গোল করেছেন থুরাম। কোচ দিদিয়ের দেশ্যমের ২৪ সদস্যের দলে একমাত্র খেলোয়াড় হিসেবে সোমবার প্যারিসের অদূরে ক্লেয়ারফোনটেইনে অনুষ্ঠিত অনুশীলনে থাকতে পারেননি থুরাম।
২৭ বছর বয়সী ইন্টার মিলানের এই ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্ডের বিপক্ষে দুই গোল করেছে। তবে উভয় লেগের ম্যাচেই ঘন্টাখানেক পরে বদলী বেঞ্চে চলে গেছেন।
রোববার সিরি-এ লিগে আটালান্টার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটিতেও তিনি খেলেছেন।ফ্রান্সের পক্ষ থেকে এখনো থুরামের বদলী খেলোয়াড়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
বৃহস্পতিবার এ্যাওয়ে ম্যাচে ক্রোয়েটদের মুখোমুখি হবে ফ্রান্স। রোববার ঘরের মাঠে ফিরতি লেগে ক্রোয়েশিয়াকে আতিথ্য দিবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :