আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির কবলে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ। এক বিবৃতিতে এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিবৃতিতে আইসিসি জানায়, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আইসিসির আচরণবিধির লেভেল-২ ধারা ভঙ্গ করায় খুশদিলের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।
গত রোববার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই ঘটনা ঘটে। পাকিস্তানের ব্যাটিং ইনিংসের অষ্টম ওভারে নিউজিল্যান্ডের পেসার জাকারি ফোকসের করা তৃতীয় বলে রান নিতে গিয়ে ফোকসের পিঠে কাঁধ দিয়ে ধাক্কা দেন খুশদিল।
তাই খুশদিলের বিরুদ্ধে আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শকের সাথে ধাক্কাধাক্কি হলে শাস্তির আওতায় পড়বে।
পরে খুশদিলের বিরুদ্ধে অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি ও ওয়েন নাইটস। এরপর এই শাস্তি দেন আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জেফ ক্রো।
আম্পায়ার এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি খুশদিল মেনে নেওয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
শাস্তি পাওয়া ম্যাচে দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল। নিজেদের ইনিংসে ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটে ম্যাচ হারে পাকিস্তান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :