AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় স্কুল ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৪২ পিএম, ১৮ মার্চ, ২০২৫
জাতীয় স্কুল ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস

দশম বারের মতো দেশে চলছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশের জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে অবিশ্বাস্য কীর্তি গড়লেন ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার। তিনি মাত্র ১৭০ বলে ৫০টি চার ও ২২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৪০৪ রানের ইনিংস খেলে দেশের ক্রিকেটে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, এটি দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটে প্রথম ৪০০ রানের ইনিংস। 

মুস্তাকিমের ইনিংসে ভর করে তার দল ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে। এই ওপেনারের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ। সাদ নিজেও ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি পেয়েছেন। ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ২৫৬ রানে।

অন্যদিকে, ইতিহাসগড়া মুস্তাকিম খেলেছেন ১৭০ বল। বিনিময়ে ৫০ চার ও ২২টি ছক্কায় তিনি ৪০৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। যা দেশের যেকোনো পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ও প্রথম ৪০০ রানের ইনিংস। মুস্তাকিম-সাদ পারভেজের ম্যারাথন দুটি ইনিংসই মূলত ক্যামব্রিয়ানের জয়ের পথ তৈরি করে দেয়। যার সামনে প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিস স্কুল দাঁড়াতেই পারেনি।

লক্ষ্য তাড়ায় দলীয় ফিফটিও পূর্ণ করতে পারেনি সেন্ট গ্রেগরিস। ১১.৪ ওভারেই তারা গুটিয়ে গেছে মাত্র ৩২ রানে। এমনকি দলটির একাদশ ব্যাটার অপূর্ব বাড়ই (১০) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করা সাদ পারভেজ বল হাতেও নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া মাত্র ১১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন হাসান হৃদয়।

এই ম্যাচের মধ্য দিয়ে মুস্তাকিম হাওলাদার জাতীয় স্কুল ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন। তার ৪০৪ রানের ইনিংসটি দেশের যে কোনো পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার দুর্দান্ত ব্যাটিং ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে নতুন তারকা জন্ম দিচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।


একুশে সংবাদ/ এস কে

Link copied!