AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই মাসের জন্য মাঠের বাইরে কাসাডো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৯ পিএম, ১৯ মার্চ, ২০২৫
দুই মাসের জন্য মাঠের বাইরে কাসাডো

ডান হাঁটুর ইনজুরির কারনে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনা মিডফিল্ডার মার্ক কাসাডো। সপ্তাহের শেষে এ্যাথলেটিকোর মাদ্রিদের বিরুদ্ধে লা লিগার ম্যাচে কাসাডো ইনজুরিতে পড়েন। স্প্যানিশ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

২১ বছর বয়সী কাসাডো এবারের মৌসুমে হান্সি ফ্লিকের দলের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩৭টি ম্যাচ খেলেছেন। ইতোমধ্যেই ইনজুরির কারনে স্পেনের নেশন্স লিগের দল থেকেও তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এ্যাথলেটিকোর বিপক্ষে ৪-২ গোলের নাটকীয় জয়ের ম্যাচটিতে ৬৭ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন কাসাডো।

ক্লাবের এক বিবৃতিতে কাসাডোর ইনজুরির বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে কাসাডোকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। আগামী দুই মাস তার মাঠে ফেরার সম্ভাবনা কম।

রিয়াল মাদ্রিদকে গোল ব্যবধানে পিছনে ফেলে বার্সেলোনা লা লিগা টেবিলের শীর্ষে রয়েছে। চার পয়েন্ট পিছিয়ে এ্যাথলেটিকো রয়েছে তৃতীয় স্থানে। বার্সেলোনা এখনও সম্ভাব্য ট্রেবল জয়ের পথে রয়েছে। কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে এ্যাথলেটিকোর সাথে ৪-৪ গোলে ড্র করেছে। আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে কাতালান জায়ান্টরা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!