AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গিলের সঙ্গে ওপেন করবেন কে?


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩২ পিএম, ১৯ মার্চ, ২০২৫
গিলের সঙ্গে ওপেন করবেন কে?

রাহুল তেওয়াতিয়া, সাই সুদর্শন, রশিদ খান এবং শুভমন গিলকে ধরে রাখার সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল, কারণ এরাই দলটির মূল ভিত্তি গড়ে তুলেছে। তবে একটু চমকে দেওয়া সিদ্ধান্ত ছিল শাহরুখ খানকে রেখে দেওয়া, যিনি স্ট্রাইক রেট ভালো হলেও ধারাবাহিকতার অভাবে ভুগছেন।

এ দিকে জি টি বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে তারকা ক্রিকেটারদের দলে টানতে। জোস বাটলার এবং কাগিসো রাবাদার মতো খেলোয়াড়দের কেনা হয়েছে বিশাল দামে। এছাড়া ভারতীয় পেসার মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণাকেও চুক্তিবদ্ধ করতে জি টিকে প্রচুর টাকা খরচ করতে হয়েছে। আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে করিম জানাত, গ্লেন ফিলিপস ও জেরাল্ড কোয়েটজিও দলে নেওয়া হয়েছে।

শুভমন গিল (অধিনায়ক), জোস বাটলার (উইকেটকিপার), সাই সুদর্শন, শাহরুখ খান, কাগিসো রাবাদা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, নিশান্ত সিন্ধু, মহিপাল লোমর, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, মানব সুথার, ওয়াশিংটন সুন্দর, জেরাল্ড কোয়েটজি, মহম্মদ আরশাদ খান, গুরনুর সিং ব্রার, শেরফেন রাদারফোর্ড, আর সাই কিশোর, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, গ্লেন ফিলিপস, করিম জানাত, কুলওয়ান্ত খেজরোলিয়া।

যদি শুভমন গিল ও জোস বাটলার ওপেন করেন, তবে সাই সুদর্শন তিন নম্বরে ব্যাট করতে পারেন। মিডল-অর্ডারে শাহরুখ খান ও রাহুল তেওয়াতিয়ার সঙ্গে গ্লেন ফিলিপসের খেলার সম্ভাবনা রয়েছে। স্পিন বিভাগে থাকবেন ওয়াশিংটন সুন্দর ও রশিদ খান, আর পেস আক্রমণে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা, মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।

ব্যাকআপ হিসেবে স্পিন বিভাগে সাই কিশোর ও জয়ন্ত যাদব এবং পেস বিভাগে ইশান্ত শর্মা ও মানব সুথার রয়েছেন। রাবাদা যদি কোনও ম্যাচে না খেলেন, তবে জেরাল্ড কোয়েটজি তার জায়গা নিতে পারেন। উইকেটকিপার হিসেবে রিজার্ভ অপশন হিসেবে থাকছেন কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত এবং গ্লেন ফিলিপস।

এছাড়া, জি টি চাইলে গ্লেন ফিলিপসের পরিবর্তে মহিপাল লোমরকে খেলিয়ে রাবাদা ও কোয়েটজি দুজনকেই একাদশে রাখতে পারে, অথবা আটজন ভারতীয় খেলিয়ে তাদের বিদেশি কন্টিনজেন্সি থেকে একজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নিতে পারে।

সম্ভাব্য একাদশ:
শুভমন গিল (অধিনায়ক), জোস বাটলার (উইকেটকিপার), সাই সুদর্শন, শাহরুখ খান, গ্লেন ফিলিপস, রাহুল তেওয়াতিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, কাগিসো রাবাদা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।

ইমপ্যাক্ট প্লেয়ার অপশন (অগ্রাধিকার অনুযায়ী):
সাই কিশোর, ইশান্ত শর্মা, মহিপাল লোমর, জয়ন্ত যাদব, কুমার কুশাগ্র।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!