দ্বিতীয়বারের মতো বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা। আগামী সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে শুরু হবে সভাপতি ফারুক আহমেদের নেতত্বে বোর্ড মিটিং।
বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৯তম বোর্ড সভা এটি। এদিন বেশ কয়েকটি বিষয় নিয়েই আলোচনায় বসবেন পরিচালকরা। যেখানে রয়েছে প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমোদন নিয়ে আলোচনা। টি-টোয়েন্টি ফরম্যাটে কে হবে নতুন অধিনায়ক, সেটিও থাকবে এজেন্ডায়।
ঈদের পরে জাতীয় দলের ব্যস্ততাও শুরু হয়ে যাবে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তাই ক্রিকেটের আরো অন্য বিষয়বলি থাকবে আলোচনায়। বিশেষ করে পরবর্তী ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্টের আলোচনা হতে পারে এবারের বৈঠকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :