AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫৮ কোটি টাকা পাচ্ছেন রোহিত-বিরাটরা!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০৫ পিএম, ২০ মার্চ, ২০২৫
৫৮ কোটি টাকা পাচ্ছেন রোহিত-বিরাটরা!

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় ভারতীয় দলকে ৫৮ কোটি টাকা নগদ পুরস্কার দিচ্ছে বিসিসিআই। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে বলা হয়েছে, ‍‍`২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় অত্যন্ত আনন্দের সঙ্গে টিম ইন্ডিয়ার জন্য ৫৮ কোটি টাকার নগদ পুরস্কারমূল্য ঘোষণা করছে ভারতীয় বোর্ড। 

খেলোয়াড়, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের সম্মান প্রদর্শন করতে সেই আর্থিক পুরস্কার প্রদান করা হল।‍‍` তবে কাদের কত টাকা দেওয়া হচ্ছে, সেটা আলাদাভাবে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়নি। প্রকাশ করা হয়নি নগদ অর্থ বণ্টনের ফর্মুলা। 

তবে এই প্রথমবার কোনও আইসিসি ট্রফি জেতায় এরকম নগদ পুরস্কার পাচ্ছেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কাটিয়ে ২০২৪ সালের ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলকেও পুরস্কৃত করেছিল বিসিসিআই। তখন তো নগদের অঙ্কটা আরও বেশি ছিল। টিম ইন্ডিয়াকে জন্য ১২৫ কোটি টাকার নগদ পুরস্কারের ঘোষণা করা হয়েছিল। এবার তার প্রায় অর্ধেক পুরস্কার দেওয়া হচ্ছে ভারতীয় দলকে।

আর সেটা কিছুটা প্রত্যাশিত বলেই মনে করছেন অনেকে। কারণ ২০২৪ সালে ভারত যে ট্রফি জিতেছিল, সেটা ১১ বছরের অপেক্ষার পরে এসেছিল। সেই ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে ভারত একাধিক মেগা টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে উঠেছে। কিন্তু ট্রফিটা ছুঁতে পারেনি টিম ইন্ডিয়া। ভেঙেছে হৃদয়।

যেমন ২০১৫ সাল এবং ২০১৯ সালের একদিনের বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে যেতে হয়েছিল। ২০২১ সাল এবং ২০২৩ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও কাপটা ছুঁতে পারেনি টিম ইন্ডিয়া। আর ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ঘরের ফাইনালে হেরে গিয়েছিল। পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেলার পরে ওই ১৯ নভেম্বরের হারটা ভারতীয়দের হৃদয় চুরমার করে দিয়েছিল। আর তার কয়েক মাসের মধ্যেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় উচ্ছ্বাসের মাত্রাটা বেশি ছিল।


একুশে সংবাদ/ এস কে

Link copied!