আসন্ন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেই এবার অধিনায়কত্ব করতে দেখা যাবে ফ্যাফ ডুপ্লেসিসকে। এই ক্রিকেটার এবার দায়িত্ব সামলাবেন আফ্রিকান এক দেশের। দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার অধিনায়কত্ব করবেন তিনি। অতীতে নামিবিয়ার ক্রিকেট দল আইসিসির বিভিন্ন ইভেন্টেই খেলেছে, যেমন ওডিআই বিশ্বকাপ। তাদের দলে ডেভিড উইজের মতো তারকা ক্রিকেটাররাও খেলেছেন অতীতে।
এবার তাদেরই জুনিয়র দলের অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হল ফ্যাফ ডুপ্লেসিসের হাতে। অবশ্য এই ফ্যাফ কিন্তু দঃ আফ্রিকার সেই তারকা ক্রিকেটার নন। দিল্লি ক্যাপিটালসে খেলতে চলা ৪০ বছর বয়সী ফ্যাফের নামের সঙ্গেই নামিবিয়ার এই ক্রিকেটার হুবহু মিল রয়েছে। যেমন তিনিও ডানহাতি ব্যাটার।
প্রসঙ্গত নামিবিয়ার অনূর্ধ্ব ১৯ দলের হয়ে এর আগে তিনটি ম্যাচে খেলেছেন ফ্যাফ ডুপ্লেসিস। তিনি ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বোলিংও করেন। আসন্ন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ডিভিশন ওয়ান কোয়ালিফায়ার্সেই তিনি অধিনায়কত্ব করতে চলেছেন।
নামিবিয়া দল নিজেদের স্কোয়াড ঘোষণার পর থেকেই তোলপাড় শুরু হয়ে গেছে, কারণ আইপিএল ২০২৫এ খেলার কথা সিনিয়র ফ্যাফ ডুপ্লেসিসের। আসলে একই নামের যে এমন ক্রিকেটারও রয়েছে, সেটা অনেকেরই জানা ছিল না এতদিন। গতবার আরসিবির অধিনায়কত্বের দায়িত্ব সামলানো প্রাক্তন প্রোটিয়া ব্যাটার খেলবেন এবারে দিল্লির হয়ে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের বাছাইপর্বের ডিভিশন ওয়ানে নামিবিয়া দল খেলবে কেনিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিওন, তানজানিয়া এবং উগান্ডার বিরুদ্ধে। মার্চের ২৮ তারিখ তাঁদের প্রথম ম্যাচ নাইজেরিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার প্রতিপক্ষ সিয়েরা লিওন। ২০২৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ডিভিশন ওয়ানের জয়ী দল খেলার সুযোগ পাবে। সেই প্রতিযোগিতার আসর বসবে জিম্বাবোয়ে এবং নামিবিয়ায়। জিম্বাবোয়ে হোস্ট কান্ট্রি হিসেবে সুযোগ পেলেও নামিবিয়াকে কোয়ালিফায়ার খেলতে হচ্ছে।
সেই প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপে চারটি করে দল রাখা হবে। তিনটি সেরা দল প্রত্যেক গ্রুপ থেকে পৌঁছাবে সুপার সিক্স স্টেজে। গ্রুপ এ এবং ডির সেরা তিন দল নিজেদের মধ্যে খেলবে সুুপার সিক্স রাউন্ড এবং গ্রুপ বি ও সির তিনটি সেরা দল নিজেদের মধ্যে খেলবে সুপার সিক্স রাউন্ড। এরপর সেই দুই গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। জিম্বাবোয়ে ছাড়া অস্ট্রেলিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে। এছাড়াও খেলবে বাংলাদেশ, ইংল্যান্ড, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :